News https://www.digit.in Latest News from Digit.in Fri, 13 Dec 2024 18:04:00 +0530 bn News https://www.digit.in Latest News from Digit.in https://static.digit.in/digitcommon/thumb_24528_digitcommon_td_600.jpeg iQOO আনছে 7000mAh ব্যাটারি সহ নতুন ফোন, শক্তিশালী প্রসেসর সহ হতে পারে লঞ্চ https://www.digit.in/bn/news/mobile-phones/iqoo-z10-turbo-7000mah-battery-and-specifications-tipped.html https://www.digit.in/bn/news/mobile-phones/iqoo-z10-turbo-7000mah-battery-and-specifications-tipped.html Fri, 13 Dec 2024 18:04:00 +0530

iQOO শীঘ্রই বাজারে 7000mAh ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। সম্প্রতি আসা একটি রিপোর্ট অনুযায়ী কোম্পানি iQOO Z10 Turbo লঞ্চ করতে পারে। আপকামিং ফোনটি 7000mAh এর ক্ষমতা সহ বড় ব্যাটারি সহ আসবে বলা হয়েছে। এর আগে আসা একাধিক রিপোর্টে বলা হয়েছে যে স্মার্টফোন কোম্পানিরা এখন বড় ব্যাটারিতে ফোকস করছে। এই তালিকায় সম্প্রতি Realme Neo 7 যোগ হয়েছে যা
7000mAh ব্যাটারি সহ এসেছে। আসুন আইকিউ জি10 টার্বো ফোনে কী বিশেষ থাকবে জেনে নেওয়া যাক।

iQOO Z10 Turbo ফোনে থাকবে জম্বো সাইজের 7000mAh ব্যাটারি

আইকিউ জি10 টার্বো কোম্পানির আপকামিং স্মার্টফোন হতে পালে। এটি সম্প্রতি আসা লিক থেকে জানা গেছে। Weibo সাইটে একটি পোস্ট চীনের জনপ্রিয় টিপস্টার Digital Chat Station জানিয়েছে যে আইকিউর আপকামিং ফোন 7000mAh সহ আসবে। এই ফোনটি আইকিউ জি10 টার্বো হতে পারে, যা 2025 সালে লঞ্চ হবে।

আরও পড়ুন: 10000 টাকার কম দামে শক্তিশালী 5G স্মার্টফোন, লিস্টে রয়েছে Motorola, Realme, Vivo ফোন

iQOO Z10 Turbo 7000mAh Battery

পারফরম্যান্সের জন্য আইকিউ জি10 টার্বো ফোনে Qualcomm SM8735 চিপসেট দেওয়া যেতে পারে। তবে এই প্রসেসর এখন বাজারে আনা হয়েনি। হতে পারে এই চিপসেট Snapdragon 8s Elite নামে লঞ্চ হতে পারে।

টিপস্টার আপকামিং আইকিউ ফোনের বাকি কিছু স্পেসিফিকেশন সম্পর্কে ইঙ্গিত করেছে। ফোনটি 1.5K রেজোলিউশন সহ ডিসপ্লে সহ আসতে পারে। এতে 144Hz রিফ্রেশ রেট থাকতে পারে। ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে, যা কম করেও 80W চার্জিং সাপোর্ট করবে। সবচেয়ে বিশেষ জিনিস হল যে এতে সিঙ্গেল সেল সিলিকন ব্যাটারি হবে যা 7000mAh ব্যাটারি ক্ষমতা সহ আসবে।

আরও পড়ুন: Jio এর 90 দিনের সস্তা রিচার্জ প্ল্যান, 200 জিবি ডেটা, আনলিমিটেড 5G সহ একগুচ্ছ অফার, জানুন দাম কত

]]>
10000 টাকার কম দামে শক্তিশালী 5G স্মার্টফোন, লিস্টে রয়েছে Motorola, Realme, Vivo ফোন https://www.digit.in/bn/news/mobile-phones/best-5g-mobile-phones-under-rs-10000-moto-g35-5g-infinix-hot-50-vivo-t3-lite.html https://www.digit.in/bn/news/mobile-phones/best-5g-mobile-phones-under-rs-10000-moto-g35-5g-infinix-hot-50-vivo-t3-lite.html Fri, 13 Dec 2024 16:59:00 +0530

বাজারে গত কয়েক মাসে একাধিক 5G স্মার্টফোন লঞ্চ হয়েছে। তবে আপনি যদি কম বাজেটে দুর্দান্ত ফিচার সহ একটি 5জি ফোন কিনতে চান, তবে এই খবর আপনার জন্য। আমরা এখানে 10 হাজার টাকার কম দামে আসা কিছু দুর্দান্ত স্মার্টফোনের বিষয় বলবো। এই স্মার্টফোনে দুর্দান্ত বেস্ট-ইন-ক্লাস ক্যামেরা, ডিসপ্লে এবং প্রসেসর পাওয়া যাবে। এই ফোনের তালিকায় Motorola, Realme, Vivo এবং Infinix ফোন রয়েছে।

Motorola G35 5G

মোটোরোলা মোটো জি35 5জি ফোনটি সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে। মোটোরোলার এই 5জি ফোনের দাম 9999 টাকা। এই দামে ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ এর UFS 2.2 স্টোরেজ কেনা যাবে। প্রসেসর হিসেবে ফোনে Unisoc T760 দেওয়া হয়েছে। ফোনের ডিসপ্লে 6.72-ইঞ্চি সহ আসে, এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনে 50MP মেইন ক্যামেরা এবং 16MP সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি রয়েছ যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: Jio এর 90 দিনের সস্তা রিচার্জ প্ল্যান, 200 জিবি ডেটা, আনলিমিটেড 5G সহ একগুচ্ছ অফার, জানুন দাম কত

Realme C63 5G

রিয়েলমি সি63 ফোনে 6.67-ইঞ্চি HD+ স্ক্রিন ডাইনামিক রিফ্রেশ রেট 120Hz এবং 625 নিট পিক ব্রাইটনেস সহ আসে। ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 6nm প্রসেসরে কাজ করে। রিয়েলমি সি63 ফোনটি 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা। পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি সাপোর্ট করে যা 10W কুইক চার্জিং সাপোর্ট করে।

Infinix Hot 50 5G

ইনফিনিক্স হট 50 5জি ফোনটি 6.7-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে রয়েছে। এটি 1600 x720 পিক্সেল এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসরে কাজ করে। ফোনটি 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা। ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে 48MP Sony IMX582 প্রাইমারি সেন্সর এবং ডেপথ সেন্সর এবং ডুয়াল LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এর সাথে 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে। পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Infinix Hot 50 5G

Vivo T3 Lite

ভিভো টি3 লাইট 5জি ফোনে 6.56-ইঞ্চি HD+LCD ডিসপ্লে রয়েছে যা 90Hz রিফ্রেশ রেট এবং 840 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেটে কাজ করে। এটি 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা। ফটোগ্রাফির ক্ষেত্রে, ভিভো টি3 লাইট 5জি ফোনে ডুয়াল ক্যামেরা রয়েছে যা 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি 2MP ডেপথ সেন্সর সাপোর্ট করে। সেলফি তোলার জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 18 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে Realme 14x 5G, IP69 রেটিং সহ প্রথম বাজেট ফোন

]]>
Jio এর 90 দিনের সস্তা রিচার্জ প্ল্যান, 200 জিবি ডেটা, আনলিমিটেড 5G সহ একগুচ্ছ অফার, জানুন দাম কত https://www.digit.in/bn/news/telecom/jio-rs-899-recharge-plan-offer-90-days-unlimited-5g-data-and-calling.html https://www.digit.in/bn/news/telecom/jio-rs-899-recharge-plan-offer-90-days-unlimited-5g-data-and-calling.html Fri, 13 Dec 2024 14:36:00 +0530

ভারতীয় টেলিকম সেক্টারে Reliance Jio সবচেয়ে বড় কোম্পানি। রিলায়েন্স জিও তার গ্রাহকদের বিভিন্ন বাজেটে আলাদা আলাদা ক্যাটাগরিতে রিচার্জ প্ল্যান রয়েছে। জিও সম্প্রতি নতুন বছরের উপলক্ষে 2025 টাকার নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। এই রিচার্জ প্ল্যানে 200 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। তবে জিওর কাছে দীর্ঘ ভ্যালিডিটির আরও রিচার্জ প্ল্যান রয়েছে। আপনি যদি 200 দিনের রিচার্জ প্ল্যানটি কিনতে না চান তবে আরও সস্তা দামের প্রিপেইড অপশন আছে।

আপনি যদি দীর্ঘ ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান খুঁজছেন তবে এখানে আমরা একটি বিকল্প বলবো। এই জিও রিচার্জ প্ল্যানে গ্রাহকরা বেশি ভ্যালিডিটির সাথে অতিরিক্ত ডেটা সুবিধাও পাবেন।

আরও পড়ুন: 18 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে Realme 14x 5G, IP69 রেটিং সহ প্রথম বাজেট ফোন

Jio এর 899 টাকার সুপারহিট রিচার্জ প্ল্যান

jio-899-plan-.jpg

জিওর যেই রিচার্জ প্ল্যানের কথা আমরা বলছি সেটি হল 899 টাকার। কোম্পানি সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান যা 1000 টাকার কম দামে বেশি দিনের ভ্যালিডিটি অফার করে। জিওর এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পুরো 90 দিনের ভ্যালিডিটি পাবেন। যার মানে আপনি 3 মাস পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি পেয়ে যাবেন।

গ্রাহকরা এই প্ল্যানের সাথে 90 দিনের জন্য সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। এছাড়া থাকছে প্রতিদিন 100 SMS এর সুবিধা।

ডেটার ক্ষেত্রে এতে জিও প্রতিদিন 2 জিবি ডেটা অফার করছে। আপনি 90 দিনের জন্য মোট 180 জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, জিও গ্রাহকরা 180 জিবি অতিরিক্ত ডেটা সহ অতিরিক্ত 20 জিবি ডেটা পাচ্ছেন। এর সাথে জিও টিভি এবং জিও ক্লাউড এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

আরও পড়ুন: 6000 টাকা সস্তা হল 50MP সেলফি ক্যামেরা এবং 12GB RAM সহ Motorola 5G ফোন, জানুন কোথায় পাবেন এত সস্তায়

]]>
18 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে Realme 14x 5G, IP69 রেটিং সহ প্রথম বাজেট ফোন https://www.digit.in/bn/news/mobile-phones/realme-14x-5g-with-ip69-rating-to-launch-in-india-on-18-december.html https://www.digit.in/bn/news/mobile-phones/realme-14x-5g-with-ip69-rating-to-launch-in-india-on-18-december.html Fri, 13 Dec 2024 12:33:00 +0530

Realme ভারতীয় বাজারে Realme 14x 5G লঞ্চের তারিখ প্রকাশ করে দিয়েছে। এই স্মার্টফোন 18 ডিসেম্বর 2024 লঞ্চ করা হবে। কোম্পানি তার X (টুইটার) সাইটে একটি পোস্টে আপকামিং ফোনকে পাওয়ার এন্ড ডিউরাবিলিটি এর কিলার কম্বো বলে দাবি করেছে। এটি 15 হাজারের কম দামে আসা ভারতের প্রথম ফোন যা IP69 রেটিং সহ আসবে। রিয়েলমি আপকামিং রিয়েলমি 14এক্স 5জি ফোনের ফিচারও জানিয়েছে। আসুন দেরি না করে আপকামিং রিয়েলমি ফোনের বিষয় জেনে নেওয়া যাক।

Realme 14X 5G ফোনের ভারতে কত হবে দাম

কোম্পানি রিয়েলমি 14এক্স 5জি ফোনের দাম এখনও প্রকাশ করেনি। তবে কোম্পানি ফোনের দাম 15000 টাকার কম হবে বলে জানিয়েছে। রিয়েলমি ইন্ডিয়ার একটি পোস্টে লেখা রয়েছে যে গরম জল থেকে ফোনটি খারাপ হবে না। এটি 15 হাজারে এই সেফটি ফিচার সহ আসা ভারতের প্রথম ফোন হবে। আপকামিং ফোনটি 18 ডিসেম্বর দুপুর 12টা থেকে বিক্রি শুরু হয় যাবে।

আরও পড়ুন: Jio কে জব্দ করতে Airtel লঞ্চ করল সস্তা রিচার্জ প্ল্যান, মিলবে প্রতিদিন 2GB ডেটা সহ ফ্রি Disney Hotstar

Realme 14x 5G Launch date in India

রিয়েলমি 14এক্স 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী থাকবে

খবর অনুযায়ী, রিয়েলমি 14এক্স ফোনে 6.67-ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এই স্মার্টফোন তিনটি স্টোরেজ মডেলে 6GB RAM+128GB, 8GB+128GB এবং 8GB+256GB স্টোরেজে আসবে।

টিজার ছবি থেকে জানা গেছে যে ফোনটি তিনটি রঙ লাল, কালো এবং হলুদ বিকল্পে আসবে। রিয়েলমি 14এক্স 5জি ফোনটি পুরনো মডেল Realme 12x 5G এর তুলনায় একাধিক আপগ্রেড সহ আসবে বলে আশা করা হচ্ছে।

পাওয়ার দিতে রিয়েলমি ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হবে। এটি জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে IP69 রেটিং অফার করবে।

আরও পড়ুন: Redmi Note 14 Series ফোনের আজ প্রথম সেল, দাম 17,999 টাকা থেকে শুরু, সাথে মিলবে একগুচ্ছ অফার

]]>
Jio কে জব্দ করতে Airtel লঞ্চ করল সস্তা রিচার্জ প্ল্যান, মিলবে প্রতিদিন 2GB ডেটা সহ ফ্রি Disney Hotstar https://www.digit.in/bn/news/telecom/airtel-launched-prepaid-plan-rs-398-with-hotstar-mobile-subscription-take-jio.html https://www.digit.in/bn/news/telecom/airtel-launched-prepaid-plan-rs-398-with-hotstar-mobile-subscription-take-jio.html Fri, 13 Dec 2024 10:57:00 +0530

Airtel তার প্রিপেইড গ্রাহকদের জন্য একটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। এয়ারটেল তার নতুন প্রিপেইড প্ল্যানে গ্রাহকদের বিনামূল্যে Disney+Hotstar এর সাবস্ক্রিপশন দেওয়া হবে। এর আগে Jio কিছু দিন আগে নতুন বছরের উপলক্ষে দীর্ঘ ভ্যালিডিটি সহ 2025 টাকার নতুন জিও প্ল্যান চালু করেছে। জিওর নতুন রিচার্জ প্ল্যানে 200 দিনের ভ্যালিডিটি সহ একগুচ্ছ সুবিধা পাওয়া যাবে।

জুলাই মাসে রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো পর থেকে টেলিকম কোম্পানির গ্রাহকরা অন্য সিমে পোর্ট করিয়ে নিয়েছে। জিও কে টেক্কা দিতে এয়ারটেল গ্রাহকদের নতুন নতুন অফার দিচ্ছে। আসুন জেনে নেওয়া যাক এয়ারটেল এর নতুন রিচার্জে কী সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন: Redmi Note 14 Series ফোনের আজ প্রথম সেল, দাম 17,999 টাকা থেকে শুরু, সাথে মিলবে একগুচ্ছ অফার

Airtel এর 398 টাকার নতুন রিচার্জ প্ল্যান

Airtel 398 Prepaid Plan

এয়ারটেল এর এই প্রিপেইড প্ল্যানের দাম 398 টাকা। এই প্ল্যানে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। এছাড়া গ্রাহকদের এতে প্রতিদিন 2 জিবি হাই স্পিড ডেটা সহ আনলিমিটেড 5g ডেটা অফার করা হচ্ছে।

শুধু তাই নয়, এয়ারটের তার নতুন প্ল্যানে প্রতিদিন 100 SMS এর সুবিধা দিচ্ছে। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 28 দিনের রাখা হয়েছে। এই প্ল্যানে গ্রাহকরা 28 দিনের জন্য Disney+Hotstar এর সাবস্ক্রিপশন পাবেন। এছাড়া গ্রাহকরা Wynk মিউজিকও পাবেন।

আরও পড়ুন: 7000 টাকার বেশি সস্তা হল 50MP সেলফি ক্যামেরা সহ Samsung Galaxy 5G ফোন, লেদার ডিজাইন সহ স্টাইলিশ লুক

]]>
Redmi Note 14 Series ফোনের আজ প্রথম সেল, দাম 17,999 টাকা থেকে শুরু, সাথে মিলবে একগুচ্ছ অফার https://www.digit.in/bn/news/mobile-phones/redmi-note-14-series-first-sale-today-13-december-in-india-price-start-17999-rs.html https://www.digit.in/bn/news/mobile-phones/redmi-note-14-series-first-sale-today-13-december-in-india-price-start-17999-rs.html Fri, 13 Dec 2024 07:00:00 +0530

Xiaomi ভারতীয় বাজারে তার নতুন Redmi Note 14 Series লঞ্চ করেছে। সিরিজে তিনটি দুর্দান্ত স্মার্টফোন Redmi Note 14 Pro+, Redmi Note 14 Pro এবং Redmi Note 14 আনা হয়েছে। তিনটি ফোনের প্রথম সেল আজ অর্থাৎ 13 ডিসেম্বর শুরু হচ্ছে। আপনি যদি এই তিনটি ফোনের মধ্যে কোনো একটি কেনার কথা ভাবছেন তবে তৈরি হয় যান। আসুন জেনে নেওয়া যাক রেডমি নোট 14 সিরিজের স্মার্টফোনের দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

Redmi Note 14 Series স্মার্টফোনের ভারতে দাম কত

রেডমি নোট 14

  • 6GB RAM+128GB স্টোরেজের দাম 17,999 টাকা
  • 8GB+128GB স্টোরেজের দাম 18,999 টাকা
  • 8GB+256GB স্টোরেজের দাম 20,999 টাকা

রেডমি নোট 14 প্রো

  • 8GB+128GB স্টোরেজের দাম 23,999 টাকা
  • 8GB+256GB স্টোরেজের দাম 25,999 টাকা

নোট 14 প্রো প্লাস

  • 8GB+128GB স্টোরেজের দাম 29,999 টাকা
  • 8GB+128GB স্টোরেজ মডেলের দাম 31,999 টাকা
  • 12GB+512GB স্টোরেজের দাম 34,999 টাকা

তিনটি মডেল 13 ডিসেম্বর দুপুর 12 টায় Flipkart, কোম্পানির ওয়েবসাইট এবং রিটেল স্টোর থেকে কেনা যাবে।

আরও পড়ুন: Pushpa 2 OTT: ওটিটি তে কবে আসছে আল্লু অর্জুন-রশ্মিকা অভিনিত পুষ্পা 2 , জেনে নিন এখানে

Redmi Note 14 Pro+ ফোনের স্পেসিফিকেশন কী রয়েছে

নোট প্রো প্লাস ফোনে 6.67-ইঞ্চি 1.5K রেজোলিউশন ডিসপ্লে দেওয়া যা 120Hz রিফ্রেশ রেট, 3000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসর হিসেবে এতে 4nm Snapdragon 7s Gen 3 চিপসেট পাওয়া যাবে, যা 12GB পর্যন্ত RAM এর সাথে পেয়ার করা হয়েছে। ফটোগ্রাফির ক্ষেত্রে নোট 14 প্রো প্লাস ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া। এতে 50MP এর লাইট হান্টার 800 সেন্সর, শাওমির হাইপারওএস স্টেবলাইজেশন ফিচার সাপোর্ট করে। এর সাথে 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর এবং 2.5x অপটিকাল জুম সহ 50MP টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফ্রন্টে 20MP সেন্সর দেওয়া। পাওয়ার দিতে ফোনে 90W ফাস্ট চার্জিং সহ 6200mAh ব্যাটারি রয়েছে।

Redmi Note 14 Series First Sale

Redmi Note 14 Pro এবং Redmi Note 14 ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী দেওয়া

বাকি দুটি স্মার্টফোন রেডমি নোট 14 প্রো এবং রেডমি নোট 14 ফোনে 6.67-ইঞ্চি ডিসপ্লে দেওয়া। দুটি ফোনই মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আল্ট্রা প্রসেসরে কাজ করে। তবে বেস মডেলে ফুল-এইচডি প্লাস ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 আল্ট্রা চিপসেট দেওয়া।

ফটোগ্রাফির ক্ষেত্রে রেডমি নো 14 প্রো ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যেখানে 50MP মেইন সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর এবং 2MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া। এতে 20MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। রেডমি নোট 14 ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এটি 50MP মেইন সেন্সর এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা থাকছে। সেলফি তোলার জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার দিতে রেডমি নোট 14 প্রো ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5500mAh ব্যাটারি থাকবে। নোট প্রো মডেলে 45W চার্জিং সহ 5110mAh ব্যাটারি দেওয়া।

আরও পড়ুন: 6000 টাকা সস্তা হল 50MP সেলফি ক্যামেরা এবং 12GB RAM সহ Motorola 5G ফোন, জানুন কোথায় পাবেন এত সস্তায়

]]>
7000 টাকার বেশি সস্তা হল 50MP সেলফি ক্যামেরা সহ Samsung Galaxy 5G ফোন, লেদার ডিজাইন সহ স্টাইলিশ লুক https://www.digit.in/bn/news/mobile-phones/50mp-selfie-camera-samsung-galaxy-f55-5g-smartphone-price-drop.html https://www.digit.in/bn/news/mobile-phones/50mp-selfie-camera-samsung-galaxy-f55-5g-smartphone-price-drop.html Thu, 12 Dec 2024 21:54:00 +0530

আপনি যদি একটি ভাল ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন কিনতে চান তবে Samsung দিচ্ছে সুযোগ। আসলে অনলাইন শপিং সাইট Amazon থেকে নতুন Samsung Galaxy 5G স্মার্টফোনটি সস্তায় কেনা যাবে। অ্যামাজন সাইটে স্যামসাং গ্যালাক্সি নতুন 5জি ফোনে পুরো 7534 টাকা ছাড় দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ডিসকাউন্টের পাশাপাশি, এতে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। স্যামসাং ফোনের বিশেষত্ব হল যে এটি লেদার ডিজাইন, 12 জিবি পর্যন্ত RAM এবং 50MP সেলফি ক্যামেরা রয়েছে।

Samsung Galaxy F55 5G ফোনে কত টাকার ছাড় পাওয়া যাবে

আরও পড়ুন: Pushpa 2 OTT: ওটিটি তে কবে আসছে আল্লু অর্জুন-রশ্মিকা অভিনিত পুষ্পা 2 , জেনে নিন এখানে

samsung galaxy f55 5g

স্যামসাং গ্যালাক্সি এফ55 5জি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

গ্যালাক্সি এফ55 5জি ফোনটি 6.55-ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED প্লাস ডিসপ্লে সহ আসে। এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করে।

পারফরম্যান্সের ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এফ55 5জি ফোনে কোয়ালকম Snapdragon 7 Gen 1 প্রসেসরে কাজ করে। এটি 12 জিবি RAM এর সাথে পেয়ার করা।

ফটোগ্রাফির জন্য ফোনে 50MP প্রাইমারি রিয়ারে সেন্সর সহ 8MP আল্ট্রাওয়াইড এবং 2MP সেন্সর রয়েছে। ফ্রন্ট ক্যামেরা 50MP দেওয়া।

পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এফ55 5জি ফোনে 5000mAh ব্যাটারি পাওয়া যাবে যা 45W ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: 6000 টাকা সস্তা হল 50MP সেলফি ক্যামেরা এবং 12GB RAM সহ Motorola 5G ফোন, জানুন কোথায় পাবেন এত সস্তায়

]]>
Pushpa 2 OTT: ওটিটি তে কবে আসছে আল্লু অর্জুন-রশ্মিকা অভিনিত পুষ্পা 2 , জেনে নিন এখানে https://www.digit.in/bn/news/entertainment/pushpa-2-ott-release-date-in-india-allu-arjun-starrer-movie-netflix-platform-when-and-where-to-watch.html https://www.digit.in/bn/news/entertainment/pushpa-2-ott-release-date-in-india-allu-arjun-starrer-movie-netflix-platform-when-and-where-to-watch.html Thu, 12 Dec 2024 17:50:00 +0530

Pushpa 2 The Rule OTT Release Date: অল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana) অভিনীত সিনেমাটি বড় পর্দায় আসার পর ব্লকবাস্টার ছবি হয় গেছে। সুকুমার পরিচালিত ছবি পুষ্পা 2: দ্য রুল আয়র সমস্ত রেকর্ড ছাড়িয়ে দিয়েছে। স্যাকনিল্ক রিপোর্ট অনুযায়ী, আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্না অভিনীত ছবিটি এখন পর্যন্ত 645 কোটি আয় করেছে। আবার অন্যদিকে অনেকেই এই ছবির ওটিটি রিলিজের অপেক্ষা করছেন। তবে এই ছবিটি বড় পর্দায় আসার সাথেই প্রকাশ্যে এসে গেছে যে এটি কোন OTT তে মুক্তি পাবে।

Pushpa 2 OTT release date: ওটিটিতে কবে মুক্তি পাবে পুষ্পা 2

ওটিটি রিলিজ তারিখ পুষ্পা 2 এর এখন পর্যন্ত প্রকাশ হয়েনি। তবে Netflix এর নতুন পোস্টার অনুযায়ী অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পুষ্পা 2 দ্য রুল শীঘ্রই আসতে চলেছে। এই ছবিটি তেলেগু, তামিল, মালায়লাম, কন্নড় এবং হিন্দি সহ বিভিন্ন ভাষায় দেখা যাবে। রিপোর্টে দাবি করা হয়েছে যে পুষ্পা 2 বড় পর্দায় মুক্তির ছয় থেকে আট সপ্তাহ পরে OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে। তবে কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: 6000 টাকা সস্তা হল 50MP সেলফি ক্যামেরা এবং 12GB RAM সহ Motorola 5G ফোন, জানুন কোথায় পাবেন এত সস্তায়

Pushpa 2 OTT release date

পুষ্পা2 দ্য রুল বক্স অফিস কালেকশন

রিপোর্ট অনুযায়ী, এখন পর্যন্ত পুষ্পা 2 দ্য রুল কত কামিয়ে নিয়েছে জেনে নিন।

  • দিন 0 (বুধবার) টাকা 10.65 কোটি
  • দিন 1 (প্রথম বৃহস্পতিবার) টাকা 164.25 কোটি
  • দিন 2 (প্রথম শুক্রবার) টাকা 93.8 কোটি
  • দিন 3 (প্রথম শনিবার) টাকা 119.25 কোটি
  • দিন 4 (প্রথম রবিবার) টাকা 141.05 কোটি
  • দিন 5 (প্রথম সোমবার) টাকা 64.45 কোটি
  • দিন 6 (প্রথম মঙ্গলবার) টাকা 52.4 কোটি রাফ ডেটা
  • দিন 7 (প্রথম বুধবার) টাকা 1.46 কোটি (লাইভ আপডেট অনুযায়ী মোটামুটি ডেটা; পরিবর্তন সাপেক্ষে)

পুষ্পা 2 কাস্ট

আল্লু অর্জুন, মাস্টার ধ্রুবন, রশ্মিকা মান্দান্না, ফাহাদ ফাসিল, জগদীশ প্রতাপ বান্দারি, জগপতি বাবু, সুনীল, অনসূয়া ভরদ্বাজ, রাও রমেশ, শানমুখ, সত্য, তারক পোনপ্পা, অজয় ​​এবং আরও অনেকে মেগা ব্লকবাস্টারের অংশ।

আরও পড়ুন: 200MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ Vivo X200 Pro এবং Vivo X200 ভারতে লঞ্চ, Google Pixel, iPhone এবং OnePlus কে টেবে টেক্কা

]]>
6000 টাকা সস্তা হল 50MP সেলফি ক্যামেরা এবং 12GB RAM সহ Motorola 5G ফোন, জানুন কোথায় পাবেন এত সস্তায় https://www.digit.in/bn/news/mobile-phones/motorola-moto-edge-50-pro-5g-price-drops-under-rs-30000-on-flipkart.html https://www.digit.in/bn/news/mobile-phones/motorola-moto-edge-50-pro-5g-price-drops-under-rs-30000-on-flipkart.html Thu, 12 Dec 2024 16:34:00 +0530

Motorola এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনবেন ভাবছেন তবে এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। আসলে Flipkart সাইটে 30 হাজার টাকার কম দামে Motorola Edge 50 Pro 5G বিক্রি হচ্ছে। দাম কম হওয়ার পাশাপাশি, ফোনে ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আপনার পুরনো ফোনে মিলবে এক্সচেঞ্জ অফারও। আসুন মোটোরোলা এজ 50 প্রো 5জি ফোনে পাওয়া ডিল এবং অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Motorola Edge 50 Pro 5G ফোনের নতুন দাম কত ভারতে

ফ্লিপকার্ট সাইটে মোটোরোলা এজ 50 প্রো 5জি ফোনের 12GB RAM এবং 256GB স্টোরেজ মডেলটি 31,999 টাকায় লিস্ট করা। তবে লঞ্চের সময় এই ফোনটি 35,999 টাকায় লঞ্চ হয়ছিল।

আরও পড়ুন: 200MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ Vivo X200 Pro এবং Vivo X200 ভারতে লঞ্চ, Google Pixel, iPhone এবং OnePlus কে টেবে টেক্কা

এই ফোনে ব্যাঙ্ক অফারও পাওয়া যাবে। গ্রাহকরা Axis ব্যাঙ্ক এবং IDFC ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 2000 টাকার ছাড় পাবেন। যার পরে ফোনের দাম আরও কমে 29,999 টাকা হয় যাবে। লঞ্চ প্রাইস থেকে 6000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে এই ফোন।

256gb 50mp front camera stylish motorola edge phone at 12000

এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে এই ফোনে। কোম্পানি এতে 20,150 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট দিচ্ছে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।

মোটোরোলা এজ 50 প্রো ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

মোটোরোলা এজ 50 প্রো ফোনে 6.5-ইঞ্চির 1.5K pOLED কার্ভড ডিসপ্লে দেওয়া, যার রিফ্রেশ রেট 144Hz রয়েছে। এটি HDR10+ এবং 2000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।

প্রসেসর হিসেবে মোটোরোলা এজ 50 প্রো ফোনে Qualcomm Snapdragon 7 Gen 3 পাওয়া যাবে। ফোনের সাথে 12GB RAM এবং 256GB স্টোরেজ পেয়ার করা।

ফটোগ্রাফির ক্ষেত্রে মোটোরোলা এজ 50 প্রো ফোনের রিয়ারে OIS সাপোর্ট সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 3x অপটিকাল জুম সহ 10MP টেলিফটো ক্যামেরা এবং 13MP আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্টে 50MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে মোটোরোলা এজ 50 প্রো ফোনটি 4500mAh ব্যাটারিতে কাজ করে। এটি 125W টার্বোপাওয়ার চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

অপারেটিং সিস্টাম হিসেবে এটি Android 14 ভিত্তিক Hello UI তে কাজ করে।

আরও পড়ুন: মাত্র 7499 টাকায় ভারতে লঞ্চ হল নতুন 32inch এবং 43inch Smart TV, দুর্দান্ত ফিচার দেখে নিন এক নজরে

]]>
200MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ Vivo X200 Pro এবং Vivo X200 ভারতে লঞ্চ, Google Pixel, iPhone এবং OnePlus কে টেবে টেক্কা https://www.digit.in/bn/news/mobile-phones/200mp-camera-with-vivo-x200-pro-vivo-x200-launched-in-india-price-camera-specs.html https://www.digit.in/bn/news/mobile-phones/200mp-camera-with-vivo-x200-pro-vivo-x200-launched-in-india-price-camera-specs.html Thu, 12 Dec 2024 15:23:00 +0530

Vivo ভারতে তার ফ্ল্যাগশিপ Vivo X200 series লঞ্চ করেছে। নতুন লাইনআপ এর আওতায় দুটি স্মার্টফোন ভারতে তার ফ্ল্যাগশিপ Vivo X200 এবং Vivo X200 Pro আনা হয়েছে। দুটি স্মার্টফোনেই টপ-অফ-দ্য-লাইন ক্যামেরা এবং ভাল পারফরম্যান্স পাওয়া যাবে। প্রসেসর হিসেবে ভিভো এক্স200 এবং এক্স200 প্রো দুটি ফোনই মিডিয়াটেকের লেটেস্ট ফ্ল্যাগশিপ ডাইমেনসিটি 9400 চিপসেটে কাজ করে।

দুটি স্মার্টফোনেই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এবং এক্স200 প্রো মডেলে মেইন 200MP পেরিস্কোপ টেলিফটো সেন্সর রয়েছে। আসুন জেনে নেওয়া যাক ভারতে এই দুটি নতুন ভিভো ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী।

আরও পড়ুন: মাত্র 7499 টাকায় ভারতে লঞ্চ হল নতুন 32inch এবং 43inch Smart TV, দুর্দান্ত ফিচার দেখে নিন এক নজরে

Vivo X200 Pro ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে

ভিভো এক্স200 প্রো ফোনটি এলুমিনিয়াম ফ্রেম সহ ফ্রন্ট এবং রিয়ারে গ্লাস দেওয়া। এটি 6.78- ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট রয়েছে। এতে HDR10+,ডলবি ভিসন এবং 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

Vivo X200 Series Launched

ফটোগ্রাফির ক্ষেত্রে, Zeiss লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। এতে 50MP মেইন ক্যামেরা, 200MP পেরিস্কোপ টেলিফটো সেন্সর এবং 50MP আল্ট্রাওয়াইড লেন্স পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারির ক্ষেত্রে, এক্স200 প্রো ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Vivo X200 ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে

নতুন ভিভো এক্স200 ফোনের ডিসপ্লে প্রো মডেলের থেকে একটু কম। ফ্রন্টে 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেটে কাজ করে। এটি HDR10+ এবং 4500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য, এটি Zeiss লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ সহ আসে। এটি 50MP মেইন ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো সেন্স এবং 50MP আল্ট্রা ওয়াইড লেন্স সাপোর্ট করে। এতে 32MP সেলফি শুটার পাওয়া যাবে।

পাওয়ার দিতে ভিভো এক্স200 প্রো ফোনে 5800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

দুটি ফোনই Android 15 ভিত্তিক Funtouch OS 15 এবং 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া হবে। এছাড়া প্রসেসর হিসেবে দুটি ফোনই ডাইমেনসিটি 9400 চিপসেটে কাজ করে।

ভারতে ভিভো এক্স200 সিরিজের দাম কত

ভেনিলা ভিভো এক্স200 ফোনটি ভারতে 65,999 টাকার শুরুর দামে লঞ্চ হয়েছে। অন্যদিকে এক্স200 প্রো মডেল 94,999 টাকার শুরুর দামে আনা হযেছে। দুটি স্মার্টফোনের বিক্রি Amazon সাইট থেকে করা হবে।

আরও পড়ুন: নতুন বছরের আগেই Jio এর চমক, লঞ্চ করল নতুন রিচার্জ প্ল্যান, আনলিমিটেড 5G, কলিং সহ মিলবে 2150 টাকার কুপন

]]>
মাত্র 7499 টাকায় ভারতে লঞ্চ হল নতুন 32inch এবং 43inch Smart TV, দুর্দান্ত ফিচার দেখে নিন এক নজরে https://www.digit.in/bn/news/tvs/daiwa-32inch-43inch-smart-tv-launched-in-india-price-specifications.html https://www.digit.in/bn/news/tvs/daiwa-32inch-43inch-smart-tv-launched-in-india-price-specifications.html Thu, 12 Dec 2024 13:02:00 +0530

Daiwa ভারতে দুটি নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্ট টিভি Daiwa 32 inch Smart TV এবং Daiwa 43 inch Smart TV লঞ্চ করেছে। নতুন স্মার্ট টিভি স্লিম বেজেলস সহ 32-ইঞ্চি ডিসপ্লে অপশনে আসে। এতে কোডায় কোর প্রসেসর, একাধিক সাউন্ড মোড, আই-কেয়ার মোড সহ একাধিক ফিচার রয়েছে। আসুন জেনে নেওয়া যাক দাইওয়া 32-ইঞ্চি এবং দাইওয়া 43-ইঞ্চি স্মার্ট টিভিতে কী বিশেষ থাকবে।

Daiwa Smart TV এর দাম কত ভারতে

দাইওয়া 32-ইঞ্চি এইচডি রেডি টিভি মডেলে নম্বর D32H1COC এর দাম 7499 টাকা রাখা হয়েছে। দাইওয়া 43-ইঞ্চি ফুল এইচডি টিভি মডেল নম্বর D43F1COC এর দাম 13,999 টাকা। এই স্মার্ট টিভি বিক্রি হবে Flipkart সাইট থেকে। কোম্পানি এই স্মার্ট টিভির সাথে 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে।

আরও পড়ুন: নতুন বছরের আগেই Jio এর চমক, লঞ্চ করল নতুন রিচার্জ প্ল্যান, আনলিমিটেড 5G, কলিং সহ মিলবে 2150 টাকার কুপন

Daiwa New Smart TV

নতুন দাইওয়া স্মার্ট টিভিতে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

দাইওয়া এর দুটি স্মার্ট টিভিতে এজ টু এজ ডিজাইন সহ কোনায় থিন বেজেল ডিজাইন দেওয়া। দাইওয়া 32-ইঞ্চি মডেলে 1366×768 পিক্সেল রেজোলিউশন সহ এইচডি রেডি ডিসপ্লে দেওয়া হয়েছে। তবে দাইওয়া 43-ইঞ্চি মডেলে 1920×1080 পিক্সেল রেজোলিউশন সহ ফুল এইচডি ডিসপ্লে পাওয়া যাবে। দুটি স্মার্ট টিভি 60Hz রিফ্রেশ রেট এবং 16.7 মিলিয়ান কালর পর্যন্ত সাপোর্ট করে।

এছাড়া এতে আই-কেয়ার মোড এবং 7 পিকচার মোডও রয়েছে। 32-ইঞ্চি এবং 43-ইঞ্চি মডেল স্মার্ট টিভি দুটি বক্স স্পিকার সহ আসে যা 20W অডিও আউটপুট এবং 5 সাউন্ড মোটও সাপোর্ট করে।

দাইওয়া স্মার্ট টিভিতে 512 জিবি RAM এবং 4 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই দুটি টিভি কোয়াড কোর প্রসেসরে কাজ করে। এছাড়া থাকছে স্মার্ট টিভি প্রাইম ভিডিও, সোনি লিভ, জি5 এবং ইউটিউব সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্ম সাপোর্ট করে।

এই টিভি ফোন এবং ল্যাপটপ সহ অন্যান্য ডিভাইসে কানেক্ট করে স্ট্রিমিংয়ের জন্য মিরাকাস্ট এবং অ্যাপল এয়ারপ্লে সাপোর্ট অফার করে। কানেক্টিভিটি অপশনে এই স্মার্ট টিভিতে একাধিক অপশন পাওয়া যাবে।

আরও পড়ুন: লঞ্চের আগেই Poco M7 Pro 5G এবং Poco C75 5G ফোনের স্পেসিফিকেশন ফাঁস, জেনে নিন কী থাকবে বিশেষ

]]>
নতুন বছরের আগেই Jio এর চমক, লঞ্চ করল নতুন রিচার্জ প্ল্যান, আনলিমিটেড 5G, কলিং সহ মিলবে 2150 টাকার কুপন https://www.digit.in/bn/news/telecom/reliance-jio-launches-new-year-welcome-plan-2025-offer-unlimited-5g-coupon-more-benefits.html https://www.digit.in/bn/news/telecom/reliance-jio-launches-new-year-welcome-plan-2025-offer-unlimited-5g-coupon-more-benefits.html Thu, 12 Dec 2024 10:49:00 +0530

দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Reliance Jio গ্রাহকদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছে। জিও নতুন বছরের আগেই New Year Welcome Plan লঞ্চ করেছে। নতুন বছর 2025 কে মাথায় রেখে কোম্পানি নতুন প্রিপেইড প্ল্যানের দাম 2025 টাকা রেখেছে। জিওর নতুন রিচার্জ প্ল্যানে Unlimited 5G ডেটা পাওয়া যাবে। সাথে কোনো বাধা ছাড়াই আনলিমিটেড কলিং সুবিধা। আসুন জেনে নেওয়া যাক জিও 2025 টাকার প্ল্যানে আর কী সুবিধা পাওয়া যাবে।

Jio New Year Welcome Plan এ কী কী সুবিধা পাওয়া যাবে

গ্রাহকরা যারা জিওর নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান রিচার্জ করবেন, তাদের 500 জিবি 4G ডেটা দেওয়া হবে। এতে গ্রাহকরা প্রতিদিন 2.5 জিবি ডেটা পাবেন। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 200 দিনের। এছাড়া এতে থাকছে আনলিমিটেড 5G ডেটা এক্সেস, আনলিমিটেড ভয়েস কলিং এবং SMS সুবিধা।

আরও পড়ুন: লঞ্চের আগেই Poco M7 Pro 5G এবং Poco C75 5G ফোনের স্পেসিফিকেশন ফাঁস, জেনে নিন কী থাকবে বিশেষ

Reliance Jio launches New Year Welcome Plan 2025

রিচার্জ প্ল্যানের সবচেয়ে বিশেষ জিনিস হল যে এতে কোম্পানি একগুচ্ছে পার্টনার কুপন অফার করছে যার ভ্যালু 2150 টাকা। গ্রাহকরা এই প্ল্যান রিচার্জ করানোর পর মাইজিও অ্যাপে এই কুপন পাবে।

এতে 500 টাকার AJIO কুপন থাকবে। এটি অজিও অ্যাপে অনলাইনে 2500 টাকা বা তার উপরে কেনাকাটায় ব্যবহার করা যাবে। এছাড়া কম করেও 499 টাকার Swigy অর্ডারে 150 টাকার ছাড় নেওয়া যাবে।

1500 টাকার ছাড় সেই গ্রাহকরা পাবেন যারা EaseMyTrip.com থেকে তাদের ফ্লাইট বুকিং করবেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল যে এই প্রিপেইড অফার 11 ডিসেম্বর থেকে 11 জানুয়ারি 2025 পর্যন্ত রিচার্জ করালে পাওয়া যাবে।

আরও পড়ুন: Vivo X200 Series আগামীকাল ভারতে হবে লঞ্চ, জেনে নিন কী হবে দাম, ফিচার এবং স্পেসিফিকেশন

]]>
লঞ্চের আগেই Poco M7 Pro 5G এবং Poco C75 5G ফোনের স্পেসিফিকেশন ফাঁস, জেনে নিন কী থাকবে বিশেষ https://www.digit.in/bn/news/mobile-phones/poco-m7-pro-5g-poco-c75-5g-key-specifications-officially-confirmed-before-india-launch.html https://www.digit.in/bn/news/mobile-phones/poco-m7-pro-5g-poco-c75-5g-key-specifications-officially-confirmed-before-india-launch.html Thu, 12 Dec 2024 07:00:00 +0530

POCO ভারতের বাজারে Poco M7 Pro 5G এবং Poco C75 5G স্মার্টফোন 17 ডিসেম্বর লঞ্চ করতে চলেছে। এই দুটি ফোন দুর্দান্ত ফিচার সহ আসবে যা মিড রেঞ্জ এবং কম বাজেটে এর স্মার্টফোন ইউজারদের দুর্দান্ত অভিজ্ঞতা দিতে চলেছে। পোকো সম্প্রতি এই দুটি স্মার্টফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে। আসুন জেনে নেওয়া যাক পোকো এম7 প্রো 5জি এবং পোকো সি75 5জি ফোনের সম্পর্কে।

Poco M7 Pro 5G ফোনের স্পেসিফিকেশন কী হবে

পোকো এম7 প্রো 5জি ফোনে কোম্পানি ক্যামেরার ক্ষেত্রে 50MP Sony LYT-600 সেন্সর অফার করবে। এটি ক্যামেরা সেগামেন্টের সবচেয়ে বড় f/1.5 অপার্চর সহ আসে যা লো লাইটে ফটোগ্রাফি ভাল করে। ফোনের সাথে কিছু AI ফিচারও পাওয়া যাবে। এতে এআই জুম, এআই নাইট মোড সহ আরও অনেক ফটো এডিটিং ফিচার থাকবে।

আরও পড়ুন: Vivo X200 Series আগামীকাল ভারতে হবে লঞ্চ, জেনে নিন কী হবে দাম, ফিচার এবং স্পেসিফিকেশন

Poco M7 Pro 5G and Poco C75 5G specs

Poco C75 5G ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কেমন হবে

এবার পোকো সি75 5জি ফোনের ফিচারের কথা বললে, এটি Snapdragon 4s Gen 2 4nm চিপসেট সহ আসবে। এটি এই সেগামেন্টে একটি স্মার্টফোন। সি75 5জি ফোনে 4GB ভার্চুয়াল RAM সহ 8GB RAM সাপোর্ট করবে। এছাড়া এতে 128GB স্টোরেজ অফার করা হবে।

ফোনে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং MIUI এর স্ক্রিন পাওয়া যাবে। এই ফোনে আপনি 2 বছরের OS আপ্রগেড এবং 4 বছরের সিকিউরিটি আপডেট অফার করা হবে। আপকামিং পোকো সি75 5জি ফোনের দাম প্রায় 7000 টাকার কাছাকাছি হবে, যা একটি এন্ট্রি লেভেল 5G ফোন হবে।

আরও পড়ুন: 300 টাকার কম খরচে Jio এর তিনটি সস্তা রিচার্জ প্ল্যান, থাকছে প্রতিদিন 1.5GB ডেটা এবং আনলিমিটেড কলিং

]]>
Vivo X200 Series আগামীকাল ভারতে হবে লঞ্চ, জেনে নিন কী হবে দাম, ফিচার এবং স্পেসিফিকেশন https://www.digit.in/bn/news/mobile-phones/vivo-x200-and-x200-pro-india-launch-date-price-specs-features.html https://www.digit.in/bn/news/mobile-phones/vivo-x200-and-x200-pro-india-launch-date-price-specs-features.html Wed, 11 Dec 2024 16:49:00 +0530

Vivo X200 Series, আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন আগামীকাল 12 ডিসেম্বর ভারতে লঞ্চ করা হবে। এই সিরিজের আওতায় কোম্পানি ভারতীয় বাজারে ফ্ল্যাগশিপ ভিভো এক্স200 এবং ভিভো এক্স200 প্রো স্মার্টফোন লঞ্চ করবে। বলে দি যে কোম্পানি লঞ্চের আগেই ভিভো এক্স200 সিরিজের স্মার্টফোনের তথ্য শেয়ার করেছে। আসুন ভিভো এক্স200 সিরিজের দাম এবং স্পেসিফিকেশন কী হবে জেনে নেওয়া যাক।

Vivo X200 Series কখন এবং কবে হবে লঞ্চ

ভিভো এক্স200 সিরিজ আগামীকাল 12 ডিসেম্বর একটি লঞ্চ ইভেন্টে বাজারে চালু করা হবে। এই ইভেন্ট দুপুর 12টায় শুরু হবে।

আরও পড়ুন: 300 টাকার কম খরচে Jio এর তিনটি সস্তা রিচার্জ প্ল্যান, থাকছে প্রতিদিন 1.5GB ডেটা এবং আনলিমিটেড কলিং

ভারতে ভিভো এক্স200 সিরিজের দাম কী হবে

ভারতীয় বাজারে ভিভো এক্স200 ফোনটি 70,000 টাকার কম দামের সেগামেন্টে এবং ভিভো এক্স200 প্রো ফোনটি 90,000 টাকার কম দামের সেগামেন্টে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। ভিভো এক্স200 এবং ভিভো এক্স200 প্রো ফোনটি Amazon, Flipkart এবং কোম্পানির ওয়েবসাইট সহ রিটেল স্টোর থেকে বিক্রি করা হবে।

Vivo X200 series India launch tomorrow

ভিভো এক্স200 সিরিজের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: এই সিরিজের দুটি স্মার্টফোনে কোয়াড-কার্ভড ডিসপ্লে হবে, যা 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এক্স200 প্রো ফোনটি টাইটেনিয়াম গ্রে এবং কসমস ব্ল্যাক কালার অপশনে কেনা যাবে।

প্রসেসর: স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 চিপসেট সহ আসবে যা 16GB LPDDR5X পর্যন্ত RAM এবং 512GB স্টোরেজ সহ পেয়ার করা হবে। এই সিরিজে এডভান্স V3+ ইমেজিং চিপ হবে, যা দুর্দান্ত ইমেজিংয়ের জন্য তৈরি করা হয়েছে। দুটি স্মার্টফোন Android 15 ভিত্তিক FunTouch OS 15 এ চলবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ভিভো এক্স200 প্রো ফোনে 200MP Samsung HP9 টেলিফটো ক্যামেরা থাকবে যা 3.7x অপটিকাল জুম সাপোর্ট করবে। এর সাথে 50MP Sony LYT 818 প্রাইমারি ক্যামেরা এবং 50MP Samsung JN1 আল্ট্রাওয়াইড ক্যামেরা হবে। দুটি মডেলে 32MP সেলফি ক্যামেরা থাকবে।

প্রো মডেলের কথা বললে, এক্স200 ফোনে Sony প্রাইমারি এবং Samsung আল্ট্রাওয়াইড ক্যামেরাও দেওয়া হবে। তবে এটি 50MP Sony IMX 882 টেলিফটো ক্যামেরা সহ আসবে, যা 3x অপটিকাল জুম সাপোর্ট করবে।

ব্যাটারি: পাওয়ার দিতে ভিভো এক্স200 সিরিজের ফোন সেমি-সলিড-স্টেট ব্যাটারি সহ আসা ভারতের প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে, যা দীর্ঘ ব্যাটারি লাইফ দিতে ডিজাইন করা হয়েছে।

দুটি স্মার্টফোন 90W ফ্ল্যাশ চার্জ ওয়্যারড চার্জিং ফিচার সাপোর্ট করবে। এক্স200 প্রো ফোনে থাকবে 30W ওয়্যারলেস চার্জিং ফিচার।

আরও পড়ুন: সবচেয়ে কম দামে OnePlus 12R 5G কেনার সুযোগ, 9000 টাকা সস্তায় মিলবে 16GB RAM, জানুন কোথায় পাবেন অবিশ্বাস্য ছাড়

]]>
300 টাকার কম খরচে Jio এর তিনটি সস্তা রিচার্জ প্ল্যান, থাকছে প্রতিদিন 1.5GB ডেটা এবং আনলিমিটেড কলিং https://www.digit.in/bn/news/telecom/reliance-jio-cheapest-15gb-daily-data-recharge-plans-price-under-rs-300.html https://www.digit.in/bn/news/telecom/reliance-jio-cheapest-15gb-daily-data-recharge-plans-price-under-rs-300.html Wed, 11 Dec 2024 14:49:00 +0530

Jio সহ সমস্ত প্রাইভেট টেলিকম কোম্পানি Airtel, Vodafone Idea জুলাই মাসে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। দাম বাড়ার কারণে প্রায় অনেক মোবাইল গ্রাহকরা BSNL সিমে পোর্ট করিয়ে নেয়। তবে দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি জিওর কাছে এখনও অনেক সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে, যেখানে আনলিমিটেড কলিং সহ একগুচ্ছ সুবিধা অফার করা হয়। জিও এর কাছে এমন তিনটি রিচার্জ রয়েছে যা 300 টাকার কম দামে আসে। আসুন জেনে নেওয়া যাক জিওর এই তিনটি প্ল্যান সম্পর্কে।

300 টাকার কম দামে Jio এর তিনটি ডেইলি ডেটা রিচার্জ প্ল্যান

199 টাকার Jio এর রিচার্জ প্ল্যান

জিওর 199 টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং ডেটা সুবিধা পাবেন। এছাড়া এতে প্রতিদিন 1.5GB ডেটা পাওয়া যাবে। গ্রাহকদের প্রতিদিন 100 SMS এর সুবিধা দেওয়া হবে। প্রিপেইড প্ল্যানে 18 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। সেই হিবেসে পুরো ভ্যালিডিটিতে মোট 27 জিবি হাই-স্পিড ডেটা থাকবে।

আরও পড়ুন: সবচেয়ে কম দামে OnePlus 12R 5G কেনার সুযোগ, 9000 টাকা সস্তায় মিলবে 16GB RAM, জানুন কোথায় পাবেন অবিশ্বাস্য ছাড়

Jio Plans under Rs 300

239 টাকার জিও এর রিচার্জ প্ল্যান

রিলায়েন্স জিওর এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.5 জিবি হাই স্পিড ডেটা পাবেন। অন্যান্য সুবিধা হিসেবে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে ফ্রি আনলিমিটডে কলিং, প্রতিদিন 100 SMS সুবিধা পাওয়া যাবে। রিচার্জ প্ল্যানে 22 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। সেই হিসেবে এতে মোট 33 জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে।

299 টাকার জিও এর রিচার্জ প্ল্যান

300 টাকার কম দামের জিওর এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 28 দিনের। এই প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যাবে। এছাড়া এতে প্রতিদিন 1.5 জিবি ডেটা থাকছে যা পুরো ভ্যালিডিটিতে মোট 42 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া এতে প্রতিদিন 100 SMS ফ্রি দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: iQOO 13 ফোনের প্রথম সেলে আজ মিলবে 3000 টাকার সোজা ছাড়, 6000mAh এর ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা

]]>
সবচেয়ে কম দামে OnePlus 12R 5G কেনার সুযোগ, 9000 টাকা সস্তায় মিলবে 16GB RAM, জানুন কোথায় পাবেন অবিশ্বাস্য ছাড় https://www.digit.in/bn/news/mobile-phones/oneplus-12r-5g-gets-massive-discounted-price-rs-9000-on-oneplus-community-sale.html https://www.digit.in/bn/news/mobile-phones/oneplus-12r-5g-gets-massive-discounted-price-rs-9000-on-oneplus-community-sale.html Wed, 11 Dec 2024 12:21:00 +0530

OnePlus এর দুর্দান্ত স্মার্টফোন বর্তমান সময় লঞ্চ প্রাইস থেকে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে। আমরা কথা বলছি OnePlus 12R ফোনের। আপনি যদি পাওয়ারফুল স্পেসিফিকেশন সহ ওয়ানপ্লাস 12আর ফোন কেনার কথা ভাবছেন এবং বাজেট প্রাইসে কিনতে চাইছেন তবে এটাই সঠিক সময়। ওয়ানপ্লাস 12আর স্মার্টফোনের দাম ঠিক আপকামিং OnePlus 13 লঞ্চের আগে কমিয়ে দিয়েছে।

আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস 12আর ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।

আরও পড়ুন: iQOO 13 ফোনের প্রথম সেলে আজ মিলবে 3000 টাকার সোজা ছাড়, 6000mAh এর ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা

OnePlus 12R 5G ফোনে কত টাকার ছাড় পাওয়া যাবে

OnePlus 12R Price discount

বলে দি যে 2024 সালের জানুয়ারী মাসে ওয়ানপ্লাস 12আর ফোনটি লঞ্চ হয়ছিল। লঞ্চের সময় ওয়ানপ্লাস 12আর ফোনের 16GB+256GB স্টোরেজ মডেলের দাম 45,999 টাকা ছিল। যার মানে অ্যামাজন সাইটে এই ফোনটি সোজা 6000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে।

তবে এখানেই শেষ নয়, কোম্পানি এই ফোনে দুর্দান্ত ব্যাঙ্ক অফারও দিচ্ছে। গ্রাহকরা ICICI Bank, RBL এবং OneCard ক্রেডিট কার্ড পেমেন্টে 3000 টাকার ছাড় অফার করা হচ্ছে। যার পরে ফোনের দাম কমে 36,999 টাকা হয় যাবে।

অ্যামাজন লিস্টিং অনুযায়ী, এটি লঞ্চ প্রাইস থেকে এখন পর্যন্ত সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে। যার মানে ফ্ল্যাট ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফারের পর এটি 9000 টাকার কম দামে কেনা যাবে।

ওয়ানপ্লাস 12আর ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস 12আর ফোনে 6.78-ইঞ্চি 1.5K LTPO 4.0 AMOLED ডিসপ্লে দেওয়া। এটি 4500 নিট পিক ব্রাইটনেস সহ 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস 12আর ফোনে Snapdragon 8 Gen 2 চিপসেট দেওয়া। এটি 16GB পর্যন্ত LPDDR5x RAM এর সাথে পেয়ার করা।

ফটোগ্রাফির ক্ষেত্রে এতে 50MP Sony IMX890 এবং 50MP ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 16MP সেলফি ক্যামেরা রয়েছে।

পাওয়ার দিতে ওয়ানপ্লাস 12আর ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যা 100W SuperVOOC ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: রিয়েলমি নিজেই ভুল করে প্রকাশ করল Realme Neo 7 ফোনের দাম, একবার চার্জে চলবে 3 দিন

]]>
iQOO 13 ফোনের প্রথম সেলে আজ মিলবে 3000 টাকার সোজা ছাড়, 6000mAh এর ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা https://www.digit.in/bn/news/mobile-phones/6000mah-battery-iqoo-13-first-sale-today-on-amazon-check-price-in-india-discount-offers.html https://www.digit.in/bn/news/mobile-phones/6000mah-battery-iqoo-13-first-sale-today-on-amazon-check-price-in-india-discount-offers.html Wed, 11 Dec 2024 11:10:00 +0530

iQOO 13 সম্প্রতি ভারতে লঞ্চ করা হয়েছে। আজ 11 ডিসেম্বর ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইকিউ 13 ফোনের প্রথম সেল হতে চলেছে। প্রথম সেলে গ্রাহকরা এই ফোনের কেনাকাটায় দুর্দান্ত অফার পাবেন। আইকিউ 13 ফোনে 2K রেজোলিউশন সহ বড় AMOLED ডিসপ্লে, 50MP ট্রিপল ক্যামেরা এবং 6000mAh এর পাওয়ারফুল ব্যাটারি রয়েছে। চলুন আসুন জেনে নেওয়া যাক কোথায় হবে আইকিউ 13 ফোনের প্রথম সেল।

iQOO 13 ফোনের দাম কত ভারতে এবং অফার কী

আইকিউ 13 ফোনের 12GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম 54,999 টাকা রাখা হয়েছে। এছাড়া 16GB RAM+512GB স্টোরেজ মডেলটি 59,999 টাকায় কেনা যাবে। আইকিউ 13 ফোনের বিক্রি ই-কমার্স সাইট Amazon এবং কোম্পানির ওয়েবসাইট থেকে করা হবে।

আরও পড়ুন: Moto G35 5G vs Redmi A4 5G: 10000 টাকার কমে দামে নতুন মোটো ফোন কি রেডমি ফোনকে দিতে পারবে টেক্কা, দেখে নিন দাম এবং স্পেক্সের তুলনা

ব্যাঙ্ক অফারের আওতায় গ্রাহকরা HDFC, ICICI কার্ড পেমেন্টে 3000 টাকার ছাড় পাবেন। এছাড়া ফোনটি এক্সচেঞ্জ অফারেও কেনা যাবে।

iQOO-13-5G

এক্সচেঞ্জ অফারে ফোনটি 5000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসে কেনা যাবে। যেকোনো ফোনের এক্সচেঞ্জে 3000 টাকার ছাড় এবং ভিভো বা আইকিউ ফোনে 5000 টাকার এক্সচেঞ্জ বোনারও পাওয়া যাবে।

আইকিউ 13 ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

আইকিউ 13 ফোনে 2K রেজোলিউশন ডিসপ্লে সহ 6.82-ইঞ্চির স্ক্রিন দেওয়া। এটি 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

উন্নত গেমিং এক্সপেরিয়েন্সের জন্য এতে আল্ট্রা-লো টাচ লেটেন্সি অফার করা হয়েছে।

প্রসেসর হিসেবে আইকিউ 13 ফোনে পাওয়া যাবে কোয়ালকম এর Snapdragon 8 Elite চিপসেট।

ফটোগ্রাফির ক্ষেত্রে, ডিভাইসে 50MP IMX921 প্রাইমারি সেন্সর, 50MP Sony 100mm পোট্রেট সেন্সর এবং 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 32MP ফ্রন্ট সেন্সর পাওয়া যাবে।

পাওয়ার দিতে আইকিউ 13 ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: রিয়েলমি নিজেই ভুল করে প্রকাশ করল Realme Neo 7 ফোনের দাম, একবার চার্জে চলবে 3 দিন

]]>
রিয়েলমি নিজেই ভুল করে প্রকাশ করল Realme Neo 7 ফোনের দাম, একবার চার্জে চলবে 3 দিন https://www.digit.in/bn/news/mobile-phones/realme-neo-7-price-leaked-before-launch-with-7000mah-battery-smartphone.html https://www.digit.in/bn/news/mobile-phones/realme-neo-7-price-leaked-before-launch-with-7000mah-battery-smartphone.html Tue, 10 Dec 2024 16:26:00 +0530

চীনের কোম্পানি Realme আগামীকাল 11 ডিসেম্বর তার বহুপ্রতিক্ষিত স্মার্টফোন Realme Neo 7 লঞ্চ করতে চলেছে। নতুন ফোন Realme GT Neo 6 এর সাক্সেসার হিসেবে লঞ্চ হবে। রিয়েলমি নিও 7 প্রথম মিড রেঞ্জ প্রাইস সেগামেন্টে আসবে বলে টিজ করা হয়েছে। এখন রিয়েলমির অফিসিয়াল সাইট থেকে নিও 7 ফোনের দাম লিক হয় গেছে। রিয়েলমি নিও 7 ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ চিপসেটে চলবে এবং এতে 7000mAh ব্যাটারি থাকবে।

কোম্পানি জানিয়েছে যে রিয়েলমি নিও 7 চীনের বাজারে 11 ডিসেম্বর দুপুর 4 টায় (ভারতীয় সময় অনুযায়ী সকাল 2.30 টায়) লঞ্চ হবে। এই ফোন রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সাইটে আগে থেকেই প্রি-বুকিং করা হচ্ছে।

আরও পড়ুন: Jio vs Airtel: জিও-এয়ারটেল এর একই দামে রিচার্জ প্ল্যান, এই কোম্পানি দিচ্ছে 14 জিবি বেশি ডেটা, সাথে আনলিমিটেড কলিংও, জেনে নিন কে এগিয়ে

Realme Neo 7 ফোনের দাম কত হবে

রিয়েলমি নিও 7 এর 12GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম চীনের রিয়েলমি সাইটে 2499 ইউয়ান দামে (প্রায় 29,219 টাকা) লিস্ট করা। ফোনটি 2 মিলিয়ান থেকে বেশি AnTuTu স্কোর সহ টিজ করা হয়েছে।

রিয়েলমি নিও 7 স্মার্টফোনের স্পেসিফিকেশন কেমন হবে

ডিসপ্লে: রিয়েলমির এই ফোনে 6.78-ইঞ্চি সহ 1.5K রেজোলিউশন ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে। এটি 120Hz রিফ্রেশ রেট, 8T LTPO BOE S2, 6000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।

প্রসেসর: রিয়েলমির এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ চিপসেট অফার করা হবে।

Realme Neo 7 price leaked

RAM এবং স্টোরেজ: পারফরম্যান্স ক্ষেত্রে রিয়েলমি ফোনটি 16GB পর্যন্ত RAM এবং 512GB স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে OIS সহ 50MP মেইন রিয়ার ক্যামেরা এবং 8MP সেকেন্ডারি ক্যামেরা হবে। সেলফি তোলার জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।

ব্যাটারি: পাওয়ার দিতে রিয়েলমি নিও 7 ফোনে 7000mAh ব্যাটারি থাকতে পারে। এটি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন: 10,000 টাকার কম দামে সবচেয়ে ফাস্ট 5G ফোন লঞ্চ Moto, রয়েছে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি

]]>
10,000 টাকার কম দামে সবচেয়ে ফাস্ট 5G ফোন লঞ্চ করল Moto, রয়েছে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি https://www.digit.in/bn/news/mobile-phones/fastest-5g-phone-moto-g35-launched-in-india-price-under-rs-10000.html https://www.digit.in/bn/news/mobile-phones/fastest-5g-phone-moto-g35-launched-in-india-price-under-rs-10000.html Tue, 10 Dec 2024 15:17:00 +0530

Motorola কোম্পানি ভারতে তার নতুন G-Series এর স্মার্টফোন Moto G35 5G লঞ্চ করেছে। মোটো জি35 5জি ফোনটি 5G নেটওয়ার্ক সাপোর্ট করে। মোটোরোলা দাবি করেছে যে 10 হাজার টাকার সেগামেন্টে মোটো জি35 5জি সবচেয়ে ফাস্ট স্মার্টফোন। স্টাইলিশ লুক এবং দুর্দান্ত ফিচার সহ এই সস্তা 5জি ফোনে দাম এবং স্পেসিফিকেশন বিষয় জেনে নেওয়া যাক।

ভারতে Moto G35 5G ফোনের দাম কত

মোটো জি35 5জি ফোন ভারতে 4GB RAM এবং 128GB স্টোরেজ সহ আনা হয়েছে। মোটো জি35 5জি ফোনের দাম 9999 টাকা। এই সস্তা 5G ফোনটি ই-কমার্স সাইট Flipkart সহ রিটল স্টোর থেকেকেনা যাবে। মোটো জি35 5জি ফোনটি Guava Red, Leaf Green এবং Midnight Black কালার অপশনে কেনা যাবে।

আরও পড়ুন: 18 হাজার টাকা দাম কমল 64MP ক্যামেরা সহ Google Pixel এর নতুন ফোনের, জেনে নিন নতুন দাম কত

Fastest 5G Phone Moto G35 Price under  Rs 10000

মোটো জি35 5জি স্পেফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: মোটো জি35 5জি ফোনটি 6.72-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন LTPS LCD প্যানেল তৈরি করা। এটি 120Hz রিফ্রেশ রেট, 1000 নিট পিক ব্রাইটনেস অফার করে।

প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে মোটো জি35 5জি ফোনটি Unisoc T760 অক্টা-কোর প্রসেসরে কাজ করবে। গ্রাফিক্সের জন্য ফোনে Mali G57 MC4 GPU পাওয়া যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে মোটো জি35 5জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া। ফোনের পিছনে 50MP মেইন সেন্সর পাওয়া যাবে। এর সাথে 8MP আল্ট্রা ওয়াইড ফিক্সড ফোকস লেন্স পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য মোটো জি35 ফোন 16MP ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

ব্যাটারি: পাওয়ার দিতে মোটো জি35 5জি ফোনে দুর্দান্ত 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। বড় ব্যাটারিকে চার্জ করতে ফোনে 20W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট রয়েছে।

আরও পড়ুন: Jio vs Airtel: জিও-এয়ারটেল এর একই দামে রিচার্জ প্ল্যান, এই কোম্পানি দিচ্ছে 14 জিবি বেশি ডেটা, সাথে আনলিমিটেড কলিংও, জেনে নিন কে এগিয়ে

]]>
Jio vs Airtel: জিও-এয়ারটেল এর একই দামে রিচার্জ প্ল্যান, এই কোম্পানি দিচ্ছে 14 জিবি বেশি ডেটা, সাথে আনলিমিটেড কলিংও, জেনে নিন কে এগিয়ে https://www.digit.in/bn/news/telecom/jio-prepaid-recharge-plan-provides-14-gb-more-data-than-airtel-for-a-similar-price-rs-349.html https://www.digit.in/bn/news/telecom/jio-prepaid-recharge-plan-provides-14-gb-more-data-than-airtel-for-a-similar-price-rs-349.html Tue, 10 Dec 2024 13:07:00 +0530

Jio vs Airtel Recharge Plans Under rs 350: জিও এবং এয়ারটেল দুটি টেলিকম কোম্পানি তার সমস্ত প্রিপেইড প্ল্যানের দাম 6 মাস আগে বাড়িয়ে দিয়েছে। এমন সময় দুটি কোম্পানির গ্রাহকরা কম খরচে বেশি সুবিধা সহ প্ল্যান খুঁজছেন। আপনি যদি 350 টাকার কম দামে জিও এবং এয়ারটেল এর এমন রিচার্জ চাইছেন যা পুরো মাসে একগুচ্ছ ডেটা এবং কলিং অফার করবে, তবে এই খবর আপনার জন্য। জিও এবং এয়ারটেল এর কাছে একই দামের রিচার্জ রয়েছে তবে দুটি প্ল্যানে ডেটা এবং বাকি সুবিধার পার্থক্য রয়েছে। তবে আসুন জেনে নেওয়া যাক জিও এবং এয়ারটেল এর এই রিচার্জ প্ল্যান সম্পর্কে।

Airtel এর 349 টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেল এর 349 টাকার প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি ডেটা পাওয়া যাবে। প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এই রিচার্জ প্ল্যানে আনলিমিটডে ভয়েস কলিংও অফার করা হয়। এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 100 SMS দেওয়া হচ্ছে। এছাড়া থাকছে আনলিমিটেড 5G ডেটাও।

আরও পড়ুন: 18 হাজার টাকা দাম কমল 64MP ক্যামেরা সহ Google Pixel এর নতুন ফোনের, জেনে নিন নতুন দাম কত

Airtel 349 Prepaid plan

অতিরিক্ত সুবিধা হিসেবে এয়ারটেল এক্সট্রিম প্লে সাবস্ক্রিপশন (ফ্রি 20+ OTT) Apollo 24/7 সার্কিল, ফ্রি হেলোটিউন্স এবং ইউংক মিউজিক সাবস্ক্রিপশন রয়েছে।

Jio এর 349 টাকার রিচার্জ প্ল্যান

এবার জিওর রিচার্জ প্ল্যানের কথা। 349 টাকা দামে আসা এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা 28 দিনের ভ্যালিডিটি পাবেন। 28 দিনের ভ্যালিডিটিতে গ্রাহকদের মোট 56 জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হয়। এছাড়া থাকছে আনলিমিটেড কলিং সুবিধা এবং 100 SMS প্রতিদিন।

Jio Rs 349 Prepaid Plan

অতিরিক্ত সুবিধা হিসেবে, জিও সিনেমা, জিও টিভি এবং জিও ক্লাউড সাবস্ক্রিপশন থাকবে।

জিও নাক এয়ারটেল কার রিচার্জ প্ল্যান সেরা?

দুটি কোম্পানির রিচার্জ প্ল্যানে ডেটার পার্থক্য শুধু। এখানে জিওর প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যায়। পাশাপাশি এয়ারটেল প্ল্যানে 1.5 জিবি ডেটা দেওয়া হচ্ছে। এই করাণে জিও এর প্ল্যান এয়ারটেল এর তুলনায় বেশি ডেটা পাওয়া যাচ্ছে। দুটি প্ল্যান বাকি সুবিধা একই।

আরও পড়ুন: 10 হাজার টাকার কম দামে আজ লঞ্চ হবে Moto G35 5G ফোন, জানুন কী থাকবে ফিচার

]]>
18 হাজার টাকা দাম কমল 64MP ক্যামেরা সহ Google Pixel এর নতুন ফোনের, জেনে নিন নতুন দাম কত https://www.digit.in/bn/news/mobile-phones/buy-google-pixel-8a-at-cheapest-price-ever-on-flipkart-check-new-price-in-india.html https://www.digit.in/bn/news/mobile-phones/buy-google-pixel-8a-at-cheapest-price-ever-on-flipkart-check-new-price-in-india.html Tue, 10 Dec 2024 11:45:00 +0530

আপনি যদি 35 হাজার টাকার বাজেটের Google Pixel ফোন কেনার কথা ভাবছেন তবে এটাই সুযোগ। আসলে, Flipkart সাইটে Google Pixel 8a ফোনে দুর্দান্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ই-কমার্স সাইটে দাম কম হওয়া ছাড়া ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারের সুবিধাও পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক গুগল পিক্সেল 8এ ফোনে কী অফার এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

Google Pixel 8a ফোনের দাম কত ভারতে

গুগল পিক্সেল 8এ ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি ই-কমার্স সাইট ফ্লিপকার্টে 36,999 টাকায় লিস্ট করা হয়েছে। তবে এটি চলতি বছর 2024 এর মে মাসে 52,999 টাকায় লঞ্চ হয়েছিল।

আরও পড়ুন: 10 হাজার টাকার কম দামে আজ লঞ্চ হবে Moto G35 5G ফোন, জানুন কী থাকবে ফিচার

Google-Pixel-8a-1

ব্যাঙ্ক অফারের কথা বললে, ICICI ক্রেডিট কার্ড পেমেন্টে এতে 2000 টাকার ছাড় পাওয়া যাবে। যার পরে ফোনের দাম কমে 34,999 টাকা হয় যাবে। এছাড়া এতে এক্সচেঞ্জ অফারও রয়েছে, কোম্পানি এতে 23,600 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ডিভাইসের মডেল এবং মডেলের উপর নির্ভর করবে।

গুগল পিক্সেল 8এ ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, গুগল পিক্সেল 8এ ফোনে 6.1-ইঞ্চির সুপার এক্টুওয়া OLED ডিসপ্লে দেওয়া, 1080x2400 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেটে কাজ করে।

প্রসেসর হিসেবে এতে Tensor G3 চিপসেট অফার করা হয়েছে।

ফটোগ্রাফির ক্ষেত্রে পিক্সেল 8এ ফোনে রয়েছে 64MP মেইন ক্যামেরা এবং 13MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে 13MP ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার দিতে গুগল পিক্সেল 8এ ফোনে 4492mAh এর ব্যাটারি পাওয়া যাবে, যা 18W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন: Redmi Note 14 Series লঞ্চের সাথেই Redmi Note 13 এর তিনটি ফোনের কমে গেল দাম, জানুন নতুন দাম কত

]]>
10 হাজার টাকার কম দামে আজ লঞ্চ হবে Moto G35 5G ফোন, জানুন কী থাকবে ফিচার https://www.digit.in/bn/news/mobile-phones/moto-g35-5g-india-launch-today-via-flipkart-price-under-10k.html https://www.digit.in/bn/news/mobile-phones/moto-g35-5g-india-launch-today-via-flipkart-price-under-10k.html Tue, 10 Dec 2024 10:34:00 +0530

Motorola ভারতে আজ 10 ডিসেম্বর দুপুর 12টায় নতুন স্মার্টফোন Moto G35 5G লঞ্চ করবে। কোম্পানির দাবি যে এই সেগামেন্টে আসা এটি সবচেয়ে ফাস্ট ফোন হবে। Flipkart সাইট থেকে আসা খবর অনুযায়ী, এতে 12 5G ব্যান্ড থাকবে। আপকামিং মোটো জি35 5জি ফোনের দাম 10,000 টাকার কম হবে বলে আশা করা হচ্ছে।

আপকামিং মোটোরোলা ফোনটি প্রিমিয়াম লেদর ডিজাইন সহ তিনটি কালার অপশনে আসবে। আসুন জেনে নেওয়া যাক কোম্পানি কী স্পেসিফিকেশন দিতে চলেছে এই ফোনে।

আরও পড়ুন: Redmi Note 14 Series লঞ্চের সাথেই Redmi Note 13 এর তিনটি ফোনের কমে গেল দাম, জানুন নতুন দাম কত

বাজেট সেগামেন্টে সবচেয়ে ফাস্ট ফোন হবে Moto G35 5G

Moto G35 5G Launch today

কোম্পানির দাবি অনুযায়ী, মোটো জি35 সেগামেন্টের সবচেয়ে দ্রুত ফোন হবে। এতে পারফরম্যান্সের জন্য এতে Unisoc T760 চিপসেট পাওয়া যাবে। ফোনে 4GB RAM এবং 128GB স্টোরেজ থাকবে যা 12GB পর্যন্ত RAM বুস্ট করা যাবে।

মোটো জি35 5জি ফোনে কী স্পেসিফিকেশন থাকবে

ডিসপ্লে: মোটো জি35 5জি ফোনে 6.7-ইঞ্চি এবং রিফ্রেশ রেট 120Hz থাকবে।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনের রিয়ারে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এটি 50MP প্রাইমারি ক্যামেরা হবে যা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। এটি 8MP আল্ট্রা ওয়াইড সেন্সর সহ পেয়ার করা হবে। সেলফি তোলার জন্য এতে থাকবে 16MP লেন্স।

ব্যাটারি: পাওয়ার দিতে ফোনে 20W চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি অফার করা হচ্ছে।

আরও পড়ুন: Jio এর 84 দিনের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, প্রতিদিন 2 জিবি 5G ডেটা, আনলিমিটেড কলিং সহ আরও অনেক কিছু

]]>
Redmi Note 14 Series লঞ্চের সাথেই Redmi Note 13 এর তিনটি ফোনের কমে গেল দাম, জানুন নতুন দাম কত https://www.digit.in/bn/news/mobile-phones/after-redmi-note-14-launch-redmi-note-13-note-13-pro-and-note-13-pro-plus-price-drops.html https://www.digit.in/bn/news/mobile-phones/after-redmi-note-14-launch-redmi-note-13-note-13-pro-and-note-13-pro-plus-price-drops.html Tue, 10 Dec 2024 07:00:00 +0530

Xiaomi ভারতে তার লেটেস্ট Redmi Note 14 Series এর স্মার্টফোন লঞ্চ করেছে। এই সিরিজে তিনটি ফোন Redmi Note 14, Note 14 Pro এবং Note 14 Pro+ আনা হয়েছে। তবে নতুন স্মার্টফোন বাজারে আসতেই Redmi Note 13 Series এর ফোনের দাম 9000 টাকা পর্যন্ত সস্তা হয় গেছে।

কত টাকা সস্তা হল Redmi Note 13 ফোন

রেডমি নোট 13 ফোনের 128GB স্টোরেজ মডেলটি Flipkart সাইটে 14,980 টাকায় বিক্রি হচ্ছে। বলে দি যে ফোনটি 18,999 টাকা দামে ভারতে লঞ্চ করা হয়েছিল। যার মানে ফ্লিপকার্টে এটি 4019 টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে কেনা যাবে।

আরও পড়ুন: Jio এর 84 দিনের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, প্রতিদিন 2 জিবি 5G ডেটা, আনলিমিটেড কলিং সহ আরও অনেক কিছু

Redmi Note 13 price drop

রেডমি নোট 13 প্রো ফোনের দামও কমল

একইভাবে, রেডমি নোট 13 প্রো ফোনের 128 জিবি স্টোরেজ মডেলটি ফ্লিপকার্টে 17,996 টাকায় বিক্রি হচ্ছে। ফোনের 256 জিবি মডেলটি 20,888 টাকায় বিক্রি হচ্ছে। তবে বলে দি যে প্রো ভার্সনের বেস মডেলটি 25,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। যার মানে এতে 7999 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে।

নোট 13 প্রো প্লাস ফোনটি হল কত টাকা সস্তা

শেষে, রেডমি নোট 13 প্রো প্লাসটি ফ্লিপকার্টে 22,632 টাকায় বিক্রি হচ্ছে। এই দামে ফোনের বেস মডেল 256 জিবি স্টোরেজ কেনা যাবে। তবে মিড রেঞ্জের ফোনটি 31,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল। যার মানে ই-কমার্স সাইট এই ফোনে 9367 টাকার সোজা ছাড় দিচ্ছে।

আরও পড়ুন: Redmi Note 14 series ভারতে লঞ্চ, 6200mAh ব্যাটারি এবং 12GB RAM মতো ফিচার রয়েছে

]]>
Jio এর 84 দিনের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, প্রতিদিন 2 জিবি 5G ডেটা, আনলিমিটেড কলিং সহ আরও অনেক কিছু https://www.digit.in/bn/news/telecom/jio-1029-rs-prepaid-recharge-plan-with-84-days-validity-true-5g-data.html https://www.digit.in/bn/news/telecom/jio-1029-rs-prepaid-recharge-plan-with-84-days-validity-true-5g-data.html Mon, 09 Dec 2024 16:58:00 +0530

মোবাইল ইউজাররা দামি রিচার্জ প্ল্যান দেখে চিন্তায় পড়ে গেছে। Jio এর কাছে প্রতিটি ইউজারের বাজেট অনুযায়ী রিচার্জ প্ল্যান অফার করে। গ্রাহকদের সবচেয়ে বড় চিন্তা মাসের পর মাস রিচার্জ করা। বার বার রিচার্জ থেকে মুক্তি পেতে জিওর কাছে একাধিক দীর্ঘ ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান রয়েছে।

Jio এর কাছে রয়েছে দীর্ঘ ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান

আপনি যদি জিও সিম ব্যবহার করেন তবে জিওর কাছে রয়েছে একাধিক দীর্ঘ মেয়াদি রিচার্জ প্ল্যান। জিওর কাছে এমনই 84 দিনের রিচার্জের বিকল্প রয়েছে। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং, ডেটা সহ SMS সুবিধা পাওয়া যাবে।

আরও পড়়ুন: Redmi Note 14 series ভারতে লঞ্চ, 6200mAh ব্যাটারি এবং 12GB RAM মতো ফিচার রয়েছে

Jio Rs 1029 Plan

জিও 84 দিনের ভ্যালিডিটি সহ সস্তা প্ল্যানের দাম কত

জিওর যেই রিচার্জ প্ল্যানের কথা আমরা বলছি সেটি হল 1029 টাকার। এই প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা 84 দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। ডেটার ক্ষেত্রে এতে মোট 168 জিবি ডেটা দেওয়া হয়। যার মানে এতে প্রতিদিনের 2 জিবি পর্যন্ত হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। প্রতিদিনের ডেটা শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 64kbps হয় যাবে।

রিলায়েন্স জিওর এই প্ল্যান ট্রু 5G ডেটা রিচার্জ। সেই কারণে আপনার এলাকায় 5G নেটওয়ার্ক থাকলে আপনি ফ্রি আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

এখানেই শেষ নয়, গ্রাহকরা এতে Amazon Prime Lite ওটিটি স্ট্রিমিং পাবেন। এছাড়া থাকছে জিও সিনেমা, জিও টিভি এবং জিও ক্লাউড এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়।

আরও পড়়ুন: 7000 টাকার কম দামে কিনুন 5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Samsung স্মার্টফোন

]]>
Redmi Note 14 series ভারতে লঞ্চ, 6200mAh ব্যাটারি এবং 12GB RAM মতো ফিচার রয়েছে https://www.digit.in/bn/news/mobile-phones/redmi-note-14-series-launched-in-india-price-specifications.html https://www.digit.in/bn/news/mobile-phones/redmi-note-14-series-launched-in-india-price-specifications.html Mon, 09 Dec 2024 16:03:00 +0530

Xiaomi ভারতে অফিসিয়ালভাবে Redmi Note 14 Series লঞ্চ করে দিয়েছে। লেটেস্ট সিরিজের আওতায় তিনটি নতুন স্মার্টফোন Redmi Note 14, Redmi Note 14 Pro এবং Redmi Note 14 Pro+ বাজারে আনা হয়েছে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে লেটেস্ট ফোনগুলিতে আগের মডেলের তুলনায় বেশি আপগ্রেড দেওয়া হবে।

Redmi Note 14 Series স্মার্টফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

রেডমি নোট 14

নতুন রেডমি নোট 14 ফোনে 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস 2100 নিট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 আল্ট্রা চিপসেটে কাজ করে। ফটোগ্রাফির ক্ষেত্রে এতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া যা 50MP মেইন ক্যামেরা এবং 2MP লেন্স সহ আসে। সেলফি তোলার জন্য এতে 16MP ফ্রন্ট সেন্সর পাওয়া যাবে। পাওয়ার দিতে ফোনটি 5110mAh ব্যাটারি সহ 45W চার্জিং সাপোর্ট করে।

Redmi Note 14 series

আরও পড়ুন: একটি রিচার্জে সারা বছর টেনশন ফ্রি! Jio, Airtel এবং BSNL এর এই প্রিপেইড প্ল্যানে 1 বছর পর্যন্ত সমস্ত কিছু ফ্রি

রেডমি নোট 14 প্রো

লেটেস্ট নোট 14 প্রো ফোনটি 6.67-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে সহ আসে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং গরিল্লা গ্লাস 2 প্রোটেকশন সাপোর্ট করে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আল্ট্রা চিপসেটে কাজ করে। অন্যদিকে, নোট 14 প্রো ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আনা হয়েছে। ফোনটি 50MP মেইন সেন্সর, 8MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2MP ম্যাক্রো ক্যামেরা সাপোর্ট করে। সেলফি তোলার জন্য এতে 20MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে রেডমি নোট 14 প্রো ফোনটি 5500mAh ব্যাটারি সহ 45W চার্জিং সাপোর্ট করে।

রেডমি নোট 14 প্রো প্লাস

ফ্ল্যাগশিপ স্মার্টফোন রেডমি নোট 14 প্রো প্লাস ফোনে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.67-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে। এটি কোয়ালকম Snapdragon 7s Gen 3 চিপসেট এবং 50MP প্রাইমারি লেন্স, 12MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 50MP টেলিফটো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সাপোর্ট করে। পাওয়ার দিতে ফোনটি 6200mAh ব্যাটারি সহ 90W চার্জি সাপোর্ট করে।

রেডমি নোট 14 সিরিজের দাম কত ভারতে

  • রেডমি নোট 14 ফোনের দাম 31,999 টাকা থেকে শুরু হয়।
  • রেডমি নোট 14 প্রো ফোনের দাম 23,999 টাকা থেকে শুরু
  • রেডমি নোট 14 প্রো প্লাস ফোনের দাম 18,999 টাকা থেকে শুরু হয়।

নতুন ডিভাইসের বিক্রি আগামী সপ্তাহে থেকে শুরু হবে। ফোনটি শাওমির ওয়েবসাইট এবং Flipkart থেকে কেনা যাবে।

আরও পড়ুন: 7000 টাকার কম দামে কিনুন 5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Samsung স্মার্টফোন

]]>
একটি রিচার্জে সারা বছর টেনশন ফ্রি! Jio, Airtel এবং BSNL এর এই প্রিপেইড প্ল্যানে 1 বছর পর্যন্ত সমস্ত কিছু ফ্রি https://www.digit.in/bn/news/telecom/best-annual-prepaid-recharge-plans-from-jio-bsnl-airtel-offering-value-plan.html https://www.digit.in/bn/news/telecom/best-annual-prepaid-recharge-plans-from-jio-bsnl-airtel-offering-value-plan.html Mon, 09 Dec 2024 13:32:00 +0530

আপনি যদি সেই গ্রাহকদের মধ্যে একজন হন যারা বার-বার রিচার্জ করতে চান না, তবে বেশি ভ্যালিডিটি সহ বার্ষিক রিচার্জ প্ল্যান সেরা বিকল্প হতে পারে। Jio, Airtel এবং BSNL (ভারত সঞ্চার নিগম লিমিটেড) কোম্পানির কাছে বার্ষিক প্ল্যান অফার করা হয়, তবে তাদের মধ্যে কোনটি আপনার জন্য সেরা বিকল্প হবে, এই খবরে আমরা সেটি জানাবো। আসুন আমরা ভ্যালু প্ল্যান কোনগুলি সেটি জেনে নেওয়া যাক।

BSNL এর বছরভর ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান

ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) এর তরফে 2999 টাকার প্ল্যান অফার করা হয়। এই প্ল্যানে প্রতিদিন 3 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS সুবিধা পাওয়া যাবে।

BSNL-2999-Recharge-plan.jpg

Jio এর বছরভর ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান

জিওর এর তরফে 336 দিন এবং 365 দিনের ভ্যালিডিটি সহ ভ্যালু প্ল্যান অফার করা হয়। এতে 336 দিনের ভ্যালিডিটি সহ প্ল্যানের দাম 895 টাকা এবং এতে 24 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া এতে আনলিমিটেড কলিং, প্রতিদিন 28 দিনে 50 SMS এবং জিও অ্যাপ এর ফ্রি এক্সেস অফার করে।

এছাড়া কোম্পানির 365 দিনের ভ্যালিডিটি সহ আসা প্ল্যানের দাম 3599 টাকা। এতে প্রতিদিন 2.5 জিবি ডেটা দেওয়া হয়। এছাড়া আনলিমিটডে কলিং সহ প্রতিদিন 100 SMS সুবিধা পাওয়া যাবে এতে।

Airtel

Airtel এর বছরভর ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান

ভারতী এয়ারটেল এর কাছে 365 দিনের ভ্যালিডিটি সহ প্ল্যানের দাম 3599 টাকা। এতে প্রতিদিন 2 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং 100 SMS দেওয়া হয়। এছাড়া 3999 টাকার রিচার্জও রয়েছে এতে 2.5 জিবি ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS সুবিধা পাওয়া যাবে। এছাড়া আরেকটি রিচার্জ রয়েছে 1999 টাকার, এতে 365 দিনের জন্য মোট 24 জিবি ডেটা রয়েছে। আনলিমিটেড কলিং, 100 SMS থাকছে এতে।

]]>
7000 টাকার কম দামে কিনুন 5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Samsung স্মার্টফোন https://www.digit.in/bn/news/mobile-phones/5000mah-battery-smartphone-samsung-galaxy-f05-buy-price-under-7000-rs-on-flipkart.html https://www.digit.in/bn/news/mobile-phones/5000mah-battery-smartphone-samsung-galaxy-f05-buy-price-under-7000-rs-on-flipkart.html Mon, 09 Dec 2024 12:40:00 +0530

আপনি যদি সস্তা দামে Samsung এর নতুন স্মার্টফোন কিনতে চান, তবে এটাই সুযোগ। আমরা এই খবরে একটি ফোনের বিষয় বলবো যা 7000 টাকার কম দামে কেনা যাবে। স্যামসাং গ্যালাক্সি এর এই ফোনটি চলতি বছরে সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়ছিল। ফিচার হিসেবে এতে ডুয়াল ক্যামেরা সেটআপ এবং 5000mAh ব্যাটারি রয়েছে। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এর কোন ফোন যা এত টাকা সস্তায় পাওয়া যাচ্ছে।

মাত্র 6499 টাকায় কিনুন Samsung ফোন

আমরা এখানে যেই ফোনের কথা বলছি সেটি হল Galaxy F05 ফোনের। এতে 4GB RAM+64GB স্টোরেজ মডেলের দাম 6499 টাকা রাখা হয়েছে। স্যামসাং গ্যালাক্সি ফোনটি Flipkart সাইটে এত কম টাকায় লিস্ট করা।

আরও পড়ুন: সুপারফাস্ট প্রসেসর এবং বড় ব্যাটারি সহ আজ ভারতে লঞ্চ হচ্ছে Redmi Note 14 Series, সুপার AI ফিচার সহ আর কী থাকবে জানুন

শুধু তাই নয়, কোম্পানি এতে ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 5 শতাংশ ক্যাশব্যাক অফার করছে।

samsung-galaxy-f05 Price drop

এখানে শেষ নয়, গ্রাহকরা পুরনো ফোনে 4800 টাকার এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।

স্যামসাং গ্যালাক্সি এফ05 ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লে: স্যামসাং গ্যালাক্সি এফ05 ফোনে 6.7-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া।

প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে স্যামসাং ফোনটি MediaTek Helio G85 চিপসেটে কাজ করে।

RAM এবং স্টোরেজ: ফোনটি 8GB RAM সহ আসে। স্টোরেজের জন্য এটি 64GB স্টোরেজ সহ আসে।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে এতে 50MP ডুয়াল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। ফোনটি 2MP ডেপথ সেন্সরও সাপোর্ট করে। সেলফি তোলার জন্য এতে হাই-কোয়ালিটি 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া।

আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ Redmi Note স্মার্টফোনে দেদার ছাড়, 10 হাজার টাকা সস্তায় হচ্ছে বিক্রি

]]>
সুপারফাস্ট প্রসেসর এবং বড় ব্যাটারি সহ আজ ভারতে লঞ্চ হচ্ছে Redmi Note 14 Series, সুপার AI ফিচার সহ আর কী থাকবে জানুন https://www.digit.in/bn/news/mobile-phones/redmi-note-14-series-india-launch-today-price-specs.html https://www.digit.in/bn/news/mobile-phones/redmi-note-14-series-india-launch-today-price-specs.html Mon, 09 Dec 2024 10:54:00 +0530

Xiaomi কোম্পানি ভারতে তার নতুন মিড রেঞ্জ Redmi Note 14 Series লঞ্চ করতে চলেছে। কোম্পানি এই সিরিজের আওতায় তিনটি ডিভাইস Redmi Note 14, Redmi Note 14 Pro এবং Redmi Note 14 Pro+ বাজারে আনবে। আসুন রেডমি নোট 14 সিরিজের বিষয় সমস্ত কিছু জেনে নেওয়া যাক।

ভারতে কত দামে লঞ্চ হবে Redmi Note 14 Series

লিক অনুযায়ী, রেডমি নোট 14 ভেনিলা ভ্যারিয়্যান্টের দাম 21,999 টাকা থেকে শুরু হবে। যেখানে রেডমি নোট 14 প্রো মডেলের দাম 28,999 টাকা থেকে শুরু হবে। পাশাপাশি রেডমি নোট 14 প্রো প্লাস এর দাম শুরু হবে 34,999 টাকা থেকে।

আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ Redmi Note স্মার্টফোনে দেদার ছাড়, 10 হাজার টাকা সস্তায় হচ্ছে বিক্রি

Redmi Note 14 Series India Launch today

রেডমি নোট 14 স্মার্টফোনে কী থাকবে স্পেসিফিকেশন

নোট 14 ফোনে 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে যা 2100 নিট পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের ক্ষেত্রে এই ফোনে MediaTek Dimensity 7025 Ultra প্রসেসর দেওয়া যেতে পারে। ফটোগ্রাফির জন্য ভেনিলা নোট 14 ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে, যা 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি শুটার সাপোর্ট করবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে। অনুমান করা হচ্ছে যে পাওয়ার দিতে এই ফোনে 5110mAh এর ব্যাটারি থাকবে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

কেমন হবে রেডমি নোট 14 প্রো ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

রেডমি নোট 14 প্রো ফোনটি 6.67-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে সহ কর্নিং গরিল্লা গ্লাস ভিকটাস 2 প্রোটেকশন এবং 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আল্ট্রা প্রসেসরে কাজ করবে। ফটোগ্রাফির জন্য এতে 50MP প্রাইমারি শুটার, 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে। সেলফির জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা সহ আসতে পারে। পাওয়ার দিতে ফোনটি 5500mAh ব্যাটারি সহ আসবে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

রেডমি নোট 14 প্রো প্লাস ফোনে কী থাকবে স্পেসিফিকেশন

এবার কথা, রেডমি নোট 14 প্রো প্লাস ফোনে 6.67-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে থাকবে। এটি কোয়ালকম Snapdragon 7s Gen 3 প্রসেসরে কাজ করবে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির ক্ষেত্রে এতে 50MP প্রাইমারি সেন্সর, 12MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং 50MP টেলিফটো লেন্স থাকতে পারে। সেলফির ক্ষেত্রে এতে থাকবে 20MP সেলফি শুটার। পাওয়ার দিতে ফোনে 6200mAh ব্যাটারি সহ 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন: Jio, Airtel এবং Vodafone Idea এর দামি রিচার্জ থেকে মুক্তি পেতে BSNL এর সস্তা বার্ষিক প্ল্যান, মিলবে আনলিমিটেড ডেটা এবং কলিং

]]>
200MP ক্যামেরা সহ Redmi Note স্মার্টফোনে দেদার ছাড়, 10 হাজার টাকা সস্তায় হচ্ছে বিক্রি https://www.digit.in/bn/news/mobile-phones/redmi-note-13-pro-5g-smartphone-price-under-20000rs-in-amazon-deal.html https://www.digit.in/bn/news/mobile-phones/redmi-note-13-pro-5g-smartphone-price-under-20000rs-in-amazon-deal.html Mon, 09 Dec 2024 07:00:00 +0530

আপনি যদি 20 হাজার টাকার কম দামে একটি নতুন ফোন কিনতে চান তবে এই খবর আপনার জন্য। অনলাইন সাইট Amazon এ চলছে দুর্দান্ত একটি ডিল। এই ডিলে Redmi Note Series এর ফোনটি সস্তায় কেনা যাবে। রেডমি নোট সিরিজের এই ফোনে 200MP ক্যামেরা এবং বড় ডিসপ্লে রয়েছে।

Redmi Note ফোনের নতুন দাম কত

আরও পড়ুন: Jio, Airtel এবং Vodafone Idea এর দামি রিচার্জ থেকে মুক্তি পেতে BSNL এর সস্তা বার্ষিক প্ল্যান, মিলবে আনলিমিটেড ডেটা এবং কলিং

Redmi Note 13 Pro 5G Price drop under 20000 rs

শুধু তাই নয়, এক্সচেঞ্জ অফারের আওতায় ফোনে 21,848 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।

রেডমি নোট 13 প্রো 5জি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

বলে দি যে রেডমি নোট 13 প্রো 5জি ফোনটি চলতি বছরের জানুয়ারি মাসে লঞ্চ করা হয়েছিল। এই ফোন 6.67-ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে দেওয়া। পারফরম্যান্সের ক্ষেত্রে রেডমি নোট 13 প্রো ফোনটি Snapdragon 7s Gen 2 প্রসেসরে কাজ করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে রেডমি নোট 13 প্রো 5জি ফোনে রিয়ারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এতে 200MP প্রাইমারি ক্যামেরা, 8MP ক্যামেরা এবং 2MP ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে স্মার্টফোনে 5100mAh ব্যাটারি দেওয়া। এটি 67W টার্বো চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি সহ ফ্ল্যাগশিপ OnePlus 5G ফোন হল 14 হাজার টাকা সস্তা

]]>
Jio, Airtel এবং Vodafone Idea এর দামি রিচার্জ থেকে মুক্তি পেতে BSNL এর সস্তা বার্ষিক প্ল্যান, মিলবে আনলিমিটেড ডেটা এবং কলিং https://www.digit.in/bn/news/telecom/bsnl-1999-annual-recharge-prepaid-plan-offers-unlimited-data-and-calls-compare-jio-airtel.html https://www.digit.in/bn/news/telecom/bsnl-1999-annual-recharge-prepaid-plan-offers-unlimited-data-and-calls-compare-jio-airtel.html Sun, 08 Dec 2024 07:00:00 +0530

Jio, Airtel এবং Vodafone Idea তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর থেকে, গ্রাহকরা ক্রমশ BSNL-এর দিকে ঝুঁকছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড তার 5G রেডি SIM এর বিক্রি শুরু করে দিয়েছে। গত কয়েক মাসে বিএসএনএল এর ইউজারবেস গত কয়েক মাসে দ্রুত বেড়েছে। আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তবে বলে দি যে বিএসএনএল এর কাছে একটি রিচার্জ প্রিপেইড প্ল্যান রয়েছে, যা আপনাকে সারা বছরের জন্য বারবার রিচার্জ করার ঝামেলা থেকে বাঁচাবে।

BSNL এর বার্ষিক প্রিপেইড প্ল্যানের দাম কত

বিএসএনএল এর বার্ষিক প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং, প্রচুর ডেটা এবং SMS সুবিধা আরওর অনেক কিছু পাওয়া যাবে। কোম্পানি বাষিক প্রিপেইড প্ল্যানের দাম 2000 টাকার কম। দেরি না করে আসুন জেনে নেওয়া যাক বিএসএনএল এর রিচার্জ প্ল্যানের সমস্ত সুবিধা।

আরও পড়ুন: 17 ডিসেম্বর লঞ্চ হবে POCO এর দুটি স্মার্টফোন, বাজেট সেগামেন্টে C এবং M সিরিজে মিলবে পাওয়ারফুল ফিচার

BSNL এর 1999 টাকার প্রিপেইড প্ল্যানে কী সুবিধা রয়েছে

  • ভ্যালিডিটি: 365 দিন
  • ডেটা: সারা বছর জুড়ে 600 জিবি ডেটা
  • ভয়েস কল: আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং কল
  • SMS: প্রতিদিন 100 SMS
  • অন্যান্য সুবিধা: বিএসএনএল টিউনে অ্যাক্সেস, দুই মাসের জন্য লোকধুন সামগ্রী এবং 365 দিনের জন্য একটি ইরোস নাউ সাবস্ক্রিপশন
bsnl yearly plan cost just 1999

ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল এর বার্ষিক প্রিপেইডের দাম 1999 টাকা। এই রিচার্জে 365 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। সরকারী টেলিকম কোম্পানির একাধিক বার্ষিক প্ল্যান রয়েছে, যা পুরো বছরের ভ্যালিডিটি যায়।

সুবিধার কথা বললে, বিএসএনএল এর এই প্ল্যানে পুরো বছর আনলিমিটেড কলিং পাওয়া যাবে। এছাড়া এতে আনলিমিটেড ডেটা অফার করে কোম্পানি। গ্রাহকরা একসাথে 600 জিবি হাই-স্পিড ডেটা পাবেন এই রিচার্জে, যা গ্রাহকরা চাইলে একবারে শেষ করতে পারেন। ডেটা শেষ হওয়ার পর স্পিড কমে 40kbps হয় যাবে। এছাড়া এতে 100 SMS প্রতিদিন দেওয়া হয়।

Jio এর কাছেও রয়েছে বার্ষিক রিচার্জ প্ল্যান

আমরা বিএসএনএল প্ল্যানের তুলনা জিওর সাথে করলে, জিওর সবচেয়ে সস্তা বার্ষিক রিচার্জের দাম 3599 টাকা। এতে প্রতিদিন 2.5 জিবি ডেটা, যা মোট 912.5 জিবি পাওয়া যায়। এতে 365 দিনের ভ্যালিডিটি থাকছে। আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 100 SMS দেওয়া হয়। হাই-স্পিড ডেটা শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 64kbps হয় যাবে।

Airtel এর বার্ষিক রিচার্জ প্ল্যানের দাম কত

এয়ারটেল এর কাছে সবচেয়ে সস্তা বার্ষিক রিচার্জ প্ল্যান 1999 টাকায় আসে। এতে 365 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। পুরো ভ্যালিডিটিতে এতে 24 জিবি ডেটা থাকবে। প্ল্যানে আনলিমিটেড কলিং এবং 100 SMS সুবিধা দেয়। ডেটার ক্ষেত্রে এতে প্রতিদিন 2 জিবি ডেটা হিসেবে মোট 730 জিবি ডেটা দেওয়া হয়। আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 100 SMS থাকবে।

আরও পড়ুন: 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি সহ ফ্ল্যাগশিপ OnePlus 5G ফোন হল 14 হাজার টাকা সস্তা

]]>
50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি সহ ফ্ল্যাগশিপ OnePlus 5G ফোন হল 14 হাজার টাকা সস্তা https://www.digit.in/bn/news/mobile-phones/5000mah-battery-oneplus-10r-5g-smartphone-get-14000-rs-cheapest-price-on-flipkart.html https://www.digit.in/bn/news/mobile-phones/5000mah-battery-oneplus-10r-5g-smartphone-get-14000-rs-cheapest-price-on-flipkart.html Fri, 06 Dec 2024 19:39:00 +0530

OnePlus কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়, তবে দাম বেশি হওয়ার কারণে সবার বাজেটে আসে না। তবে এখানে রয়েছে আপনার জন্য সুখবর। আমরা কথা বলছি OnePlus 10R 5G ফোনের। ওয়ানপ্লাস 10আর 5জি ফোনটি অনলাইন সাইট Flipkart সাইটে ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। আসুন ওয়ানপ্লাস 10আর ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।

OnePlus 10R 5G ফোনের ভারতে দাম কত এবং অফার কী

ওয়ানপ্লাস 10আর 5জি ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেল ই-কমার্স সাইট Flipkart থেকে কেনা যাবে। বলে দি যে এই ফোন এপ্রিল 2022 সালে 38,999 টাকায় লঞ্চ করা হয়েছিল।

আরও পড়ুন: সস্তা রিচার্জ প্ল্যানের সুবিধা কমিয়ে গ্রাহকদের চটিয়ে দিল Vodafone Idea Vi, জানুন এখন কী পাওয়া যাবে এতে

OnePlus 10R 5G price in India

ব্যাঙ্ক অফারে HDFC কার্ড পেমেন্টে 12 শতাংশ (1500 টাকা) পর্যন্ত ছাড় পাওয়া যাবে। দাম কম হওয়ার পর ফোনের দাম কমে 24,490 টাকায় হয় যাবে। এই ফোনটি লঞ্চ দাম থেকে মোট 14,509 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে।

ওয়ানপ্লাস 10আর 5জি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: ওয়ানপ্লাস ফোনটি 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ আসে। এটি 120Hz রিফ্রেশ রেট, 1080x2412 পিক্সেলে কাজ করে।

প্রসেসর: এই স্মার্টফোনে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 ম্যাক্স চিপসেটে কাজ করে।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে 50MP প্রাইমারি ক্যামেরা সহ 8MP দ্বিতীয় ক্যামেরা এবং 2MP এর তৃতীয় সেন্সর দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি: পাওয়ার দিতে ওয়ানপ্লাস এর এই ফোনে 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 10 হাজার টাকার কমে আসবে Moto এর নতুন 5G ফোন, লঞ্চের আগে প্রকাশ হল দাম

]]>
10 হাজার টাকার কমে আসবে Moto এর নতুন 5G ফোন, লঞ্চের আগে প্রকাশ হল দাম https://www.digit.in/bn/news/mobile-phones/moto-g35-5g-india-price-under-rs-10000-specs-leaked-ahead-of-launch-on-10-december.html https://www.digit.in/bn/news/mobile-phones/moto-g35-5g-india-price-under-rs-10000-specs-leaked-ahead-of-launch-on-10-december.html Fri, 06 Dec 2024 17:12:00 +0530

মোটোরোলা এর নতুন বাজেট ফোন Moto G35 5G আগামী সপ্তাহ 10 ডিসেম্বর ভারতে লঞ্চ করা হবে। আপকামিং মোটো জি35 5জি ফোনটি অনলাইন শপিং সাইট Flipkart থেকে কেনা যাবে। কোম্পানি লঞ্চের আগেই আপকামিং ফোনের প্রাইস রেঞ্জ টিজ করেছে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং মোটো জি85 5জি ফোনের স্পেসিফিকেশন এবং দাম কেমন হবে।

Moto G35 5G ফোনের দাম কত হবে

ফ্লিপকার্ট সাইট থেকে জানা গেছে ভারতীয় বাজারে মোটো জি35 5জি ফোনের দাম 10,000 টাকা থেকে কম হবে।

আসলে ইউরোপিয়ান মার্কেটে মোটোরোলা ডিভাইসটি 199 ইউরো (প্রায় 19,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এখন জানা গেছে যে ভারতীয় বাজারে এই ফোনের দাম 10 হাজার থেকে কম রাখা হবে।

আরও পড়ুন: BSNL এর সস্তা প্ল্যানে উঠল সুনামি, 90 দিন পর্যন্ত লাগবে না আর কোনো রিচার্জ

Moto G35 5G India Price Range Specs Leaked

পুরনো ডিভাইস মোটো জি34 ভারতীয় বাজারে 10,999 টাকার শুরু দামে লঞ্চ হয়েছিল। এটি 4GB RAM+128GB স্টোরেজ মডেল সহ আনা হয়েছে।

আশা করা হচ্ছে যে 10,000 টাকার কম দামে মোটো জি35 5জি অফারের আওতায় আসতে পারে।

মোটো জি35 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: মোটো জি35 5জি ফোনে 6.7-ইঞ্চির 120Hz FHD+ ডিসপ্লে হবে।

প্রসেসর: আপকামিং মোটো জি35 5জি ফোনটি Unisoc T760 চিপসেটে কাজ করবে।

RAM এবং স্টোরেজ: ফোনটি 8GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ সহ আসবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য মোটো জি35 5জি ফোনে 50MP মেইন সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 16MP ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি: পাওয়ার দিতে মোটো জি35 5জি ফোনে 5000mAh এর ব্যাটারি হবে যা 20W ওয়্যারড চার্জিং সাপোর্ট সহ আসবে।

অপারেটিং সিস্টাম: মোটো জি35 5জি ফোনটি লেটেস্ট Android 14 অপারেটিংয়ে কাজ করবে।

আরও পড়ুন: সস্তা রিচার্জ প্ল্যানের সুবিধা কমিয়ে গ্রাহকদের চটিয়ে দিল Vodafone Idea Vi, জানুন এখন কী পাওয়া যাবে এতে

]]>
BSNL এর সস্তা প্ল্যানে উঠল সুনামি, 90 দিন পর্যন্ত লাগবে না আর কোনো রিচার্জ https://www.digit.in/bn/news/telecom/affordable-bsnl-prepaid-plan-offers-90-days-long-validity.html https://www.digit.in/bn/news/telecom/affordable-bsnl-prepaid-plan-offers-90-days-long-validity.html Fri, 06 Dec 2024 16:10:00 +0530

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার গ্রাহকদের বছরের শেষে দুর্দান্ত রিচার্জ প্ল্যান দিয়ে চমকে দিচ্ছে। বিএসএনএল তার নামমাত্র খরচে রিচার্জ প্ল্যানে গ্রাহকদের একগুচ্ছ সুবিধা অফার করছে। আপনি যদি কম খরচে দীর্ঘ ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান চাইছেন তবে সরকারী কোম্পানির কাছে একটি দুর্দান্ত অপশন রয়েছে।

বিএসএনএল দীর্ঘ সময় ধরে গ্রাহকদের পুরনো দামে রিচার্জ প্ল্যান অফার করছে। এই কারণে জুলাই মাসে প্ল্যানে দাম বাড়ার পর অনেক গ্রাহকরা বিএসএনএল সিমে পোর্ট করিয়ে নেয়। বিএসএনএল তার গ্রাহকদের কম খরচে 439 টাকার দুর্দান্ত প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করে।

আরও পড়ুন: সস্তা রিচার্জ প্ল্যানের সুবিধা কমিয়ে গ্রাহকদের চটিয়ে দিল Vodafone Idea Vi, জানুন এখন কী পাওয়া যাবে এতে

BSNL এর 439 টাকার রিচার্জ প্ল্যান

বিএসএনএল এর কাছে 439 টাকার রিচার্জ প্ল্যান রয়েছে যা জিও এবং এয়ারটেল এর চিন্তা বাড়িয়ে দিয়েছে। আসলে কোম্পানি এতে গ্রাহকদের 90 দিনের দীর্ঘ ভ্যালিডিটি অফার করছে।

BSNL Bangla
BSNL Bangla

জিও এবং এয়ারটেল এর কাছে এই দামের সাথে দীর্ঘ ভ্যালিডিটি সহ কোনো রিচার্জ প্ল্যান নেই। আপনি এই রিচার্জ প্ল্যানে 90 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং করতে পারবেন।

ইন্টারনেট ডেটার ক্ষেত্রে এই প্ল্যানটি গ্রাহকরা পছন্দ না করতে পারে। এই রিচার্জ প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য সেরা হতে পারে, যারা কলিং বেশি করে। কারণ, এতে কোম্পানি কোনো ডেটা সুবিধা দিচ্ছে না। ইন্টারনেট ডেটা ব্যবহার করার জন্য আপনাকে আলাদা করে ডেটা এড অন প্ল্যান নিতে হবে। রিচার্জ প্ল্যানে আপনি প্রতিদিন 100 SMS ফ্রি দেওয়া হয়।

আরও পড়ুন: 2000 টাকা সস্তা হল Motorola এর ওয়াটারপ্রুফ ফোন, 32MP সেলফি ক্যামেরা রয়েছে এতে

]]>
সস্তা রিচার্জ প্ল্যানের সুবিধা কমিয়ে গ্রাহকদের চটিয়ে দিল Vodafone Idea Vi, জানুন এখন কী পাওয়া যাবে এতে https://www.digit.in/bn/news/telecom/vodafone-idea-vi-479-recharge-plan-benefits-redused.html https://www.digit.in/bn/news/telecom/vodafone-idea-vi-479-recharge-plan-benefits-redused.html Fri, 06 Dec 2024 13:00:00 +0530

Vodafone Idea Vi আবারও তার একটি সস্তা রিচার্জ প্ল্যানের সুবিধা কমিয়ে দিয়েছে। আসলে ভোডাফোন আইডিয়া 479 টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি একধাপে কমিয়ে দিয়েছে। শুধু তাই নয়, কোম্পানি এই রিচার্জ প্ল্যানে আসা ডেটাও কমিয়ে দিয়েছে। সেই হিসেবে কোম্পানি তার রিচার্জ প্ল্যানের দাম না বাড়িয়ে সুবিধা কম করেছে। যার মানে প্ল্যানটি আগের তুলনায় দামি হয় গেছে। আসুন জেনে নেওয়া যাক ভোডাফোন আইডিয়ার 497 টাকার রিচার্জ প্ল্যানে কী সুবিধা পাওয়া যাবে।

Vodafone Idea Vi 479 টাকার রিচার্জ প্ল্যানে কী সুবিধা

টেলিকমটক এর রিপোর্ট অনুযায়ী, ভোডাফোন আইডিয়া এর 479 টাকার প্রিপেইড প্ল্যানে এখন 48 দিনের ভ্যালিডিটি, 1 জিবি ডেটা প্রতিদিন, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS অফার করা হচ্ছে।

আরও পড়ুন: 2000 টাকা সস্তা হল Motorola এর ওয়াটারপ্রুফ ফোন, 32MP সেলফি ক্যামেরা রয়েছে এতে

Vodafone Idea Vi 479 recharge plan

তবে বলে দি যে এর আগে একই প্ল্যানে 56 দিনের ভ্যালিডিটি এবং 1.5 জিবি ডেটা প্রতিদিন পাওয়া যেত। হিসেবে ভ্যালিডিটি কম হওয়ার পাশাপাশি, এতে পাওয়া ডেটাও কমে যাবে।

Jio এর 56 দিনের রিচার্জ প্ল্যানের দাম কত

আপনি যদি 56 দিনের রিচার্জ প্ল্যান চাইছেন তবে ভোডাফোন এর কাছে 579 টাকার রিচার্জ রয়েছে। পাশপাশি, জিওর কাছেও 56 দিনের একটি রিচার্জ প্ল্যান রয়েছে যা 579 টাকায় আসে। এতে কোম্পানি 56 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়।

56 দিনের ভ্যালিডিটিতে গ্রাহকরা প্রতিদিন 1.5 জিবি ডেটা পাবেন। সেই হিসেবে মোট 84 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া থাকছে আনলিমিটেড কলিং এবং 100 SMS সুবিধা। এতে কোম্পানি জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড এর সাবস্ক্রিপশন অফার করছে।

আরও পড়ুন: Jio vs BSNL: সবচেয়ে সস্তা মাসিক রিচার্জ কার, কে দিচ্ছে বেশি সুবিধা, রিচার্জ করার আগে জেনে নিন সমস্ত কিছু

]]>
2000 টাকা সস্তা হল Motorola এর ওয়াটারপ্রুফ ফোন, 32MP সেলফি ক্যামেরা রয়েছে এতে https://www.digit.in/bn/news/mobile-phones/waterproof-phone-motorola-edge-50-neo-price-drop-on-flipkart.html https://www.digit.in/bn/news/mobile-phones/waterproof-phone-motorola-edge-50-neo-price-drop-on-flipkart.html Fri, 06 Dec 2024 11:06:00 +0530

আপনি যদি Motorola এর Edge 50 সিরিজের স্মার্টফোন বড় ডিসকাউন্টে কিনতে চান, তবে এটাই সুযোগ। আসলে Flipkart এবং কোম্পানির অফিসিয়াল সাইটে এই ফোনটি 2000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। এই ফোনটি মোটোরোলা কোম্পানির প্রথম এমন ডিভাইস যা 5 বছরের OS আপডেট সহ আসে। আসুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের অফার এবং নতুন দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Motorola Edge 50 Neo ফোনে দুর্দান্ত ছাড়

আমরা এখানে মোটোরোলা এজ 50 নিও ফোনের কথা বলছি। ফোনটি চলতি বছরের সেপ্টেম্বর মাসে সিঙ্গেল ভ্যারিয়্যান্ট 8GB RAM+256GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছিল। ফোনটি 23,999 টাকা দামে বাজারে আনা হয়েছে। তবে এখন ফোনটি Flipkart সাইট এবং কোম্পানির ওয়েবসাইটে সোজা 2000 টাকা সস্তায় বিক্রি করছে।

আরও পড়ুন: Jio vs BSNL: সবচেয়ে সস্তা মাসিক রিচার্জ কার, কে দিচ্ছে বেশি সুবিধা, রিচার্জ করার আগে জেনে নিন সমস্ত কিছু

Motorola Edge 50 Neo Price drop

শুধু তাই নয়, ব্যাঙ্ক অফারের সুবিধাও পাওয়া যাবে এই ফোনে। গ্রাহকরা Axis এবং IDFC ক্রেডিট কার্ড পেমেন্টে 2000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

মোটোরোলা এজ 50 নিও ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: মোটোরোলা এজ 50 নিও ফোনে 6.4-ইঞ্চি 1.5K pOLED LTPO ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট, 3000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: মোটোরোলা ফোনটি MediaTek Dimensity 7300 চিপসেটে কাজ করে। ফোনটি Android 14 অপারেটিং সিস্টামে কাজ করে।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে OIS সহ 50MP LYTIA 700C প্রাইমারি ক্যামেরা , 13MP আল্ট্রা-ওয়াইড এবং ম্যাক্রো ভিশন এবং 3x অপটিকাল জুম সহ 10MP টেলিফটো লেন্স রয়েছে। সেলফি তোলার জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি: পাওয়ার দিতে ফোনে 68W ওয়্যারড এবং 15W ওয়্যারলেস চার্জিং সহ 4310mAh ব্যাটারি সাপোর্ট করে।

আরও পড়ুন: 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ 5G ফোনের দাম কমল একধাপে, জানুন নতুন দাম কত

]]>
Jio vs BSNL: সবচেয়ে সস্তা মাসিক রিচার্জ কার, কে দিচ্ছে বেশি সুবিধা, রিচার্জ করার আগে জেনে নিন সমস্ত কিছু https://www.digit.in/bn/news/telecom/jio-vs-bsnl-cheapest-monthly-recharge-plans-compare-which-is-best.html https://www.digit.in/bn/news/telecom/jio-vs-bsnl-cheapest-monthly-recharge-plans-compare-which-is-best.html Fri, 06 Dec 2024 07:00:00 +0530

Jio vs BSNL: প্রাইভেট টেলিকম কোম্পানি জুলাই 2024 সালে মোবাইল ট্যারিফ প্ল্যানের দাম বাড়িয়েছিল। তবে সরকারী টেলিকম কোম্পানি তার রিচার্জ প্ল্যানে কোনো বদল করেনি। Jio, Airtel এবং Vodafone Idea প্ল্যানের দাম বাড়াড কারণে বিএসএনএল এর লাভ হয়েছে। বেশিরভাগ মোবাইল গ্রাহকরা রিচার্জ প্ল্যানের দাম বাড়ার কারণে ভারত সঞ্চার নিগম লিমিটেড এ তাদের সিম পোর্ট করিয়ে নিয়েছে। জিও এবং এয়ারটেল এর তুলনায় বিএসএনএল এর কাছে অনেক সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে।

এই খবরে আমরা জিও এবং বিএসএনএল এর সেই প্রিপেইড প্ল্যানের বিষয় বলবো যা এক মাসের ভ্যালিডিটি সহ আসে। আসুন জেনে নেওয়া যাক জিও নাকি এয়ারটেল এর সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান কোনটি।

আরও পড়ুন: 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ 5G ফোনের দাম কমল একধাপে, জানুন নতুন দাম কত

Jio এর মাসিক রিচার্জ প্ল্যানের তালিকা

JIO

249 টাকার জিও এর মাসিক রিচার্জ প্ল্যান

জিওর সবচেয়ে সস্তা মাসিক রিচার্জ প্ল্যান 249 টাকার আসে। এতে মোট 28 জিবি ডেটা পাওয়া যাবে, যা প্রতিদিন 1 জিবি ডেটা হয়। এছাড়া কোম্পানি এতে আনলিমিটেড কলিং সুবিধা অফার করছে। এর সাথে কোম্পানি এতে প্রতিদিন 100 SMS দেওয়া হয়।

299 টাকার জিও এর মাসিক রিচার্জ প্ল্যান

কোম্পানি এই রিচার্জ প্ল্যানে মোট 28 দিনের ভ্যালিডিটি অফার করে। এতে প্রতিদিন 1.5 জিবি ডেটা হিসেবে মোট 42 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া এতে আনলিমিটেড কলিং এবং 100 এসএমএস সুবিধা থাকছে।

BSNL এর সস্তা মাসিক রিচার্জ প্ল্যানের তালিকা

Jio vs BSNL

139 টাকার বিএসএনএল মাসিক রিচার্জ প্ল্যান

বিএসএনএল এর মাসিক রিচার্জ প্ল্যানের দাম 139 টাকা। এতে 28 দিনের ভ্যালিডিটিতে প্রতিদিন 1.5GB ডেটা অফার করা হয়। ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 40kbps হয় যাবে। ডেটার সাথে থাকছে আনলিমিটেড কলিং সুবিধা।

147 টাকার বিএসএনএল মাসিক রিচার্জ প্ল্যান

কোম্পানি এতে 30 দিনের ভ্যালিডিটি দিচ্ছে। পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা আনলিমিটেড কলিং যেকোনো নেটওয়ার্কে করা যাবে। এছাড়া এতে মোট 10 জিবি ডেটা দেওয়া হয়।

187 টাকার বিএসএনএল মাসিক রিচার্জ প্ল্যান

এছাড়া 187 টাকারও একটি রিচার্জ রয়েছে বিএসএনএল এর কাছে। এতে 28 দিনের ভ্যালিডিটিতে ভয়েস কলিং, প্রতিদিন 1.5 জিবি ডেটা, 100 SMS প্রতিদিন সাথে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: মাত্র 6499 টাকা দামে 3 সেরা Smart TV, 24-ইঞ্চি ডিসপ্লে সহ রয়েছে দুর্দান্ত ফিচার

]]>
6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ 5G ফোনের দাম কমল একধাপে, জানুন নতুন দাম কত https://www.digit.in/bn/news/mobile-phones/6000mah-battery-smartphone-vivo-y58-5g-price-drop-in-india-check-new-price.html https://www.digit.in/bn/news/mobile-phones/6000mah-battery-smartphone-vivo-y58-5g-price-drop-in-india-check-new-price.html Thu, 05 Dec 2024 16:28:00 +0530

আপনি যদি লেটেস্ট 5G Smartphone কিনবেন ভাবছেন তবে এটাই সুযোগ। আসলে Vivo কোম্পানি তার লেটেস্ট স্মার্টফোনের দাম একবারে কমিয়ে দিয়েছে। কোম্পানির Y-Series এর ফোনটি দাম কমে 15000 টাকার কম হয় গেছে। ফিচারের কথা বললে, এতে 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি, 8GB RAM মতো ফিচার দেওয়া হয়েছে। আসুন ভিভো ফোনের দাম এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo Y58 5G স্মার্টফোনের দাম হল কম

ভারতীয় বাজারে ভিভো ওয়াই58 5জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলে লঞ্চ হয়েছিল। লঞ্চের সময় ভিভো ফোনটি 19,499 টাকায় বাজারে এসেছিল। তবে সম্প্রতি কোম্পানি এই ফোনের দাম 1000 টাকা কমিয়ে দিয়েছে। দাম কম হওয়ার পর ফোনটি মাত্র 18,499 টাকায় বিক্রি হচ্ছিল।

আরও পড়ুন: মাত্র 6499 টাকা দামে 3 সেরা Smart TV, 24-ইঞ্চি ডিসপ্লে সহ রয়েছে দুর্দান্ত ফিচার

তবে এখন কোম্পানির ওয়েবসাইট এই ফোনটি 17,499 টাকায় লিস্ট করা রয়েছে। গ্রাহকরা HDFC, ICICI, SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 750 টাকা অতিরিক্ত ছাড় পেতে পারেন।

Vivo Y58 5G

এই দামে ভিভো ওয়াই58 5জি ফোনটি কেন কিনবেন?

আপনি যদি 15 হাজার থেকে 20 হাজার দামে একটি ভাল স্মার্টফোন কিনতে চাইছেন তবে ভিভো ওয়াই58 5জি ফোনটি একটি ভাল বিকল্প হতে পারে। কোম্পানির এই ফোনটি জুন মাসে ভারতে লঞ্চ হয়েছিল,যা 5G সাপোর্ট করে। ভিভো ফোনে Snapdragon 4 Gen 2 চিপসেট দেওয়া যা দুর্দান্ত পারফরম্যান্স অফার করে।

এছাড়া, কোম্পানি এতে দীর্ঘ ব্যাটারির জন্য 6000mAh ব্যাটারি অফার করা হয়েছে। ফটোগ্রাফির ক্ষেত্রে এতে 50MP ক্যামেরা পাওয়া যাবে।

ভিভো ওয়াই58 5জি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: ভিভো ওয়াই58 5জি ফোনে 6.72-ইঞ্চির বড় FHD+ HD LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করে।

প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে ভিভো ফোনে কোয়ালকম Snapdragon 4 Gen 2 চিপসেট অফার করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো ওয়াই58 5জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া। এতে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP দ্বিতীয় সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি: পাওয়ার দিতে ভিভো ওয়াই58 5জি ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি চার্জ করতে এতে 44W ফাস্ট চার্জিং পাওয়া যাবে।

আরও পড়ুন: BSNL এর 180 দিনের ধামাকা রিচার্জ প্ল্যান, 6 মাস পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি, মন খুলে করুন কলিং এবং ডেটা

]]>
BSNL এর 180 দিনের ধামাকা রিচার্জ প্ল্যান, 6 মাস পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি, মন খুলে করুন কলিং এবং ডেটা https://www.digit.in/bn/news/telecom/bsnl-897-rs-prepaid-recharge-plan-offer-unlimited-data-calling-for-160-days-validity.html https://www.digit.in/bn/news/telecom/bsnl-897-rs-prepaid-recharge-plan-offer-unlimited-data-calling-for-160-days-validity.html Thu, 05 Dec 2024 14:44:00 +0530

সরকারী টেলিকম কোম্পানি BSNL তার সস্তা রিচার্জের কারণে গ্রাহকদের প্রথম পছন্দ হয় উঠেছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড এর সস্তা রিচার্জ প্ল্যানে বেশি সুবিধা Jio, Airtel এবং Voadone Idea এর চিন্তা বাড়িয়ে দিয়েছে। বিএসএনএল এর তালিকায় একটি রিচার্জ প্ল্যান রয়েছে যা গ্রাহকদের 180 দিনের দীর্ঘ ভ্যালিডিটি অফার করে।

BSNL এর কাছে রয়েছে দীর্ঘ ভ্যালিডিটি ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান

টেলিকম সেক্টারে শুধুমাত্র বিএসএনএল এর সবচেয়ে কম দামে গ্রাহকদের বেশি ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান অফার করে। বিএসএনএল এর কাছে 70 দিন থেকে শুরু করে 395 দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান রয়েছে। পাশাপাশি, বিএসএনএল এর তুলনায় জিও, এয়ারটেল এবং ভোডাফোন এর কাছে বেশি ভ্যালিডিটি প্ল্যানের বিকল্প কম রয়েছে।

আরও পড়ুন: Pushpa 2 The Rule: পুষ্পা 2 এর 3000 টাকা পর্যন্ত টিকিট 100 টাকা সস্তায় বুক করবেন কীভাবে? জানুন কোথায় পাবেন ডিসকাউন্ট অফার

BSNL 180 days Validity Plan

আপনি যদি কম দামে বেশি ভ্যালিডিটির প্রিপেইড রিচার্জ প্ল্যান চাইছেন তবে আপনি সরকারী কোম্পানির 180 দিনের প্ল্যান কিনতে পারেন। বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা একবারে 6 মাসের রিচার্জ থেকে মুক্তি পেয়ে যাবেন।

180 দিনের বিএসএনএল রিচার্জ প্ল্যান

ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল 897 টাকার রিচার্জে 180 দিনের ভ্যালিডিটি অফার করছে। পুরো ভ্যালিডিটিতে এতে মোট 90 জিবি ডেটা অফার করা হয়। ডেটা লিমিট শেষ হওয়ার পর গ্রাহকরা পুরো ভ্যালিডিটিতে আনলিমিটেডে ফ্রি ডেটা ব্যবহার করতে পারবেন।

ডেটার পাশাপাশি, এতে আনলিমিটেড কলিং সুবিধা থাকছে। গ্রাহকরা যেকোনো নেটওয়ার্ক যতখুশি কলিং করতে পারবেন। এছাড়া থাকছে 100 SMS প্রতিদিন।

ডেটা সুবিধা কম লাগলে বিএসএনএল এর কাছে 997 টাকার রিচার্জ প্ল্যানও রয়েছে। এতে কোম্পানি প্রতিদিন 2 জিবি ডেটা অফার করছে। কিন্ত ভ্যালিডিটি হিসেবে এতে 160 দিন পর্যন্ত পাওয়া যাবে।

আরও পড়ুন: মাত্র 6499 টাকা দামে 3 সেরা Smart TV, 24-ইঞ্চি ডিসপ্লে সহ রয়েছে দুর্দান্ত ফিচার

]]>
মাত্র 6499 টাকা দামে 3 সেরা Smart TV, 24-ইঞ্চি ডিসপ্লে সহ রয়েছে দুর্দান্ত ফিচার https://www.digit.in/bn/news/tvs/buy-top-24-inch-led-smart-tv-price-under-rs-7000-deals-on-flipkart.html https://www.digit.in/bn/news/tvs/buy-top-24-inch-led-smart-tv-price-under-rs-7000-deals-on-flipkart.html Thu, 05 Dec 2024 12:42:00 +0530

6000 থেকে 7000 টাকার দামে আসা LED Smart TV খুঁজছেন, তবে এই খবর আপনার কাজে আসবে। এখানে আমরা Flipkart সাইটে থেকে তিনটি দুর্দান্ত এলইডি টিভি সম্পর্কে বলবো। এই টিভিগুলি অফারের আওতায় মাত্র 6499 টাকায় কেনা যাবে। বিশেষ জিনিষ হল যে এই টিভিতে আপনি ক্যাশব্যাকও পাবেন।

ফিচারের কথা বললে, এই টিভিতে আপনি বেস্ট-ইন-ক্লাস পিকচার কোয়ালিটি সহ দুর্দান্ত সাউন্ড এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই লিস্টে Kodak, Thomsan মতো টিভি রয়েছে। আসুন এই টিভিগুলি দাম এবং অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: 9000 টাকার কম দামে মিলবে থিয়েটারের মজা, দুর্দান্ত ফিচার এবং সাউন্ড কোয়ালিটি সহ সস্তায় LED Smart TV, সবচেয়ে সস্তা 6799 টাকার

Thomson Alpha 24 Inch HD Ready LED TV

24-inch LED Smart TV

থমসন এর এই টিভি আপনি মাত্র 6499 টাকায় কিনতে পারবেন। ফিচারের কথা বললে, আলফা সিরিজের এই টিভিতে 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। টিভিতে আপনি 20W সাউন্ড আউটপুট পাওয়া যাবে।

KODAK Special Edition 24 inch HD Ready LED Smart TV

ফ্লিপকার্ট সাইটে 24-ইঞ্চির কোডক কোম্পানির এই টিভি মাত্র 6,499 টাকায় লিস্ট ককরা। তবে এই টিভির আসল দাম 9999 টাকা। যার মানে এতে 35 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ফিচারের কথা বললে, কোডাক কোম্পানির টিভিতে এইচডি রেডি ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতে 60Hz এর রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়া বিল্ট-ইন ওয়াইফাই এবং মিরাকাস্ট সহ এই টিভির সাউন্ড আউটপুট 20W এর দেওয়া।

Blaupunkt Sigma 24 inch HD Ready LED Smart TV

24-ইঞ্চির এই টিভিটি ফ্লিপকার্টে সাইটে 6499 টাকায় লিস্ট করা। কোয়াড-কোর প্রসেসরে কাজ করা এই টিভিতে আপনি 60Hz এর রিফ্রেশ রেট ডিসপ্লে রয়েছে। এই টিভি 20W এর দুর্দান্ত অডিও আউটপুট সহ আসে।

আরও পড়ুন: Pushpa 2 The Rule: পুষ্পা 2 এর 3000 টাকা পর্যন্ত টিকিট 100 টাকা সস্তায় বুক করবেন কীভাবে? জানুন কোথায় পাবেন ডিসকাউন্ট অফার

]]>
Pushpa 2 The Rule: পুষ্পা 2 এর 3000 টাকা পর্যন্ত টিকিট 100 টাকা সস্তায় বুক করবেন কীভাবে? জানুন কোথায় পাবেন ডিসকাউন্ট অফার https://www.digit.in/bn/news/mobile-phones/allu-arjun-rashmika-mandanna-movie-pushpa-2-the-rule-tickets-how-to-book-cheapest-price.html https://www.digit.in/bn/news/mobile-phones/allu-arjun-rashmika-mandanna-movie-pushpa-2-the-rule-tickets-how-to-book-cheapest-price.html Thu, 05 Dec 2024 11:11:00 +0530

Pushpa 2 The Rule Ticket Booking: দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন এবং রাশমিরা মান্দান্না অভিনীত ছবি 'পুষ্পা 2: দ্য রুল' এর এডভান্স বুকিং শুরু হয় গেছে। এই ছবির এডভান্স বুকিং সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। দিল্লি, মুম্বাই, পাটনা থেকে কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ পর্যন্ত সিনেমার অগ্রিম বুকিং চলছে পুরোদমে। মেট্রো সিটিতে এই সিনেমার টিকিট 1,800 টাকায় পৌঁছেছে। তবে আপনি 100 টাকার কম দামে এই ছবির টিকিট বুক করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক কোন অ্যাপ এবং ওয়েবসাইট থেকে আপনাকে ভালো ডিসকাউন্ট দেওয়া হবে।

Pushpa2 The Rule: সস্তায় টিকিট বুকিং কোথায় পাবেন

Book My Show

বুক মাই শো অ্যাপ এবং ওয়েবসাইট থেকে আপনি পুষ্পা 2 ছবির টিকিট বুক করতে পারবেন। আপনার কাছের থিয়েটার থেকে আপনি এই ছবির টিকিট 2D,3D, IMAX 2D, 4DX, 4DX 3D এবং IMAX 3D তে বুক করতে পারবেন। টিকিটের দাম শো টাইমিং এবং ভার্সন এর হিসেবে কম এবং বেশি হবে। বুক মাই শো এবং ওয়েবসাইটে আপনি একাধিক ব্যাঙ্ক এর ক্রেডিট এবং ডেবিট কার্ডে টিকিট বুকিংয়ে 50 শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

আরও পড়ুন: 10 হাজার টাকার কম দামে বিক্রি হচ্ছে Vivo 5G স্মার্টফোন, পাওয়ারফুল প্রসেসর এবং বড় ব্যাটারি মিলবে সবকিছু

Pushpa2 The Rule advance tickets booking

PVR

পিভিআর অ্যাপ এবং ওয়েবসাইটে আপনি টিকিট সস্তায় বুক করতে পারবেন। দিল্লী এবং মুম্বাই এর সিঙ্গেল স্ক্রিন থিয়েটারে ছবির টিকিট 100 টাকা বা তারে চেয়ে কমে পাওয়া যেতে পারে।

District App

জোমেটো এর ছবি এবং শো বুকিং করা অ্যাপে দর্শকরা সস্তায় ছবির টিকিট সস্তায় বুক করতে পারেবেন।

Paytm

আপনি চাইলে পেটিএম থেকেও পুষ্পা 2: দ্য রুল ছবির টিকিট বুক করতে পারেন। এখানেও আপনি নিজের পছন্দের থিয়েটারে শো টাইমে মুভি টিকিট বুক করতে পারবেন। বুকিংয়ে গ্রাহকরা Axis Bank My Zone ক্রেডিট কার্ড দিয়ে দুটি টিকিট বুক করলে আপনি একটি টিকিট ফ্রি পাবেন। অফারের সুবিধা নিতে গ্রাহকদের অ্যাপে গিয়ে ছবির টিকিট অপশনে যেতে হবে এবং ছবি সিলেক্ট করে এই অফারের সুবিধা পেতে পারেন।

আরও পড়ুন: 17 ডিসেম্বর লঞ্চ হবে POCO এর দুটি স্মার্টফোন, বাজেট সেগামেন্টে C এবং M সিরিজে মিলবে পাওয়ারফুল ফিচার

]]>
17 ডিসেম্বর লঞ্চ হবে POCO এর দুটি স্মার্টফোন, বাজেট সেগামেন্টে C এবং M সিরিজে মিলবে পাওয়ারফুল ফিচার https://www.digit.in/bn/news/mobile-phones/poco-m7-pro-5g-poco-c75-5g-india-launch-date-on-17-december.html https://www.digit.in/bn/news/mobile-phones/poco-m7-pro-5g-poco-c75-5g-india-launch-date-on-17-december.html Thu, 05 Dec 2024 10:06:00 +0530

POCO Upcoming phones:পোকো ঘোষণা করেছে যে ভারতে দুটি স্মার্টফোন লঞ্চ করবে। কোম্পানি 17 ডিসেম্বর POCO M7 Pro 5G এবং POCO C75 5G লঞ্চ করবে। অনলাইন শপিং Flipkart সাইটে দুটি স্মার্টফোন মাইক্রো সাইট লাইভ হয়ে গেছে। এতে কোম্পানি আপকামিং স্মার্টফোনটি টিজ করে তার ডিজাইন এবং মেইন ফিচার প্রকাশ করেছে। আসুন জেনে নেওয়া যাক পোকো আপকামিং ফোনের সম্পর্কে সমস্ত কিছু।

POCO M7 Pro 5G ফোনে কী থাকবে বিশেষ

পোকো এম7 প্রো 5জি এবং পোকো সি75 5জি স্মার্টফোন ভারতে 17 ডিসেম্বর লঞ্চ হবে। রিপোর্ট অনুযায়ী কোম্পানির আপকামিং ফোন বাজেট এবং মিড রেঞ্জে আসবে। পোকো ইন্ডিয়া এর হেড হিমাংশু ট্যান্ডন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) এ একটি পোস্টে নতুন প্রোডাক্টে লঞ্চ করার তথ্য শেয়ার করেছে।

আরও পড়ুন: 10 হাজার টাকার কম দামে বিক্রি হচ্ছে Vivo 5G স্মার্টফোন, পাওয়ারফুল প্রসেসর এবং বড় ব্যাটারি মিলবে সবকিছু

POCO M7 Pro 5G Price in india

কোম্পানি গত বছর ডিসেম্বর মাসে পোকো সি65 লঞ্চ করেছিল। সেই হিসেবে পোকো সি75 5জি ফোন এই মাসেই বাজারে আসতে পারে। একইভাবে পোকো এম6 প্রো 5জি এই বছর চালু করা হয়েছিল। অনুমান করা হচ্ছে যে কোম্পানি তার সাক্সেসার এম7 প্রো এই মাসেই আনবে।

আরও পড়ুন: OnePlus, Samsung এর চিন্তা বাড়াতে 10 ডিসেম্বর ভারতে আসছে বাজেট প্রাইসে Moto G35 5G, লঞ্চের আগেই প্রকাশ্যে ফিচার

]]>
10 হাজার টাকার কম দামে বিক্রি হচ্ছে Vivo 5G স্মার্টফোন, পাওয়ারফুল প্রসেসর এবং বড় ব্যাটারি মিলবে সবকিছু https://www.digit.in/bn/news/mobile-phones/vivo-t3-lite-5g-smartphone-get-cheapest-price-under-10000-rs-on-flipkart.html https://www.digit.in/bn/news/mobile-phones/vivo-t3-lite-5g-smartphone-get-cheapest-price-under-10000-rs-on-flipkart.html Thu, 05 Dec 2024 07:00:00 +0530

আপনি যদি 10 হাজার টাকার কম দামে একটি নতুন 5G স্মার্টফোন কিনতে চান, তবে এটাই সুযোগ। কারণ, Flipkart সাইটে Vivo 5G দুর্দান্ত স্মার্টফোনে বাম্পার ছাড় দেওয়া হচ্ছে। ছাড়ের পর গ্রাহকরা ফোনটি 10,000 টাকার কম দামে কিনতে পারবেন। ফিচার হিসেবে ফোনে Dimensity 6300 প্রসেসর, 50MP ক্যামেরা এবং বড় স্ক্রিন রয়েছে।

10 হাজার টাকার কম দামে Vivo 5G

ফ্লিপকার্ট সাইটে ভিভো এর সস্তা স্মার্টফোনটি 10,499 টাকায় লিস্ট করা। এটি 4GB RAM+128GB স্টোরেজ মডেল সহ আসে। তবে এই ফোনের আসল দাম 14,499 টাকা। যার মানে গ্রাহকরা এই ফোনে 4000 টাকার ফ্ল্যাট ছাড় পাবেন।

আরও পড়ুন: OnePlus, Samsung এর চিন্তা বাড়াতে 10 ডিসেম্বর ভারতে আসছে বাজেট প্রাইসে Moto G35 5G, লঞ্চের আগেই প্রকাশ্যে ফিচার

শুধু তাই নয়, কোম্পানি এই ফোনে ব্যাঙ্ক অফারও দিচ্ছে। গ্রাহকদের যেকোনো ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 500 টাকার অতিরিক্ত ছাড় দেওয়া হবে।

5G smartphone under 10K Vivo T3 Lite get discount price on Amazon Black Friday sale

বলে দি যে আমরা যেই ফোনের কথা বলছি, সেটি হল Vivo T3 Lite 5G। আপনি পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন ভিভো টি3 লাইট 5জি ফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।

VivoT3 Lite 5G ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: ভিভো কোম্পানির এই ফোনটি 6.56-ইঞ্চি স্ক্রিন রয়েছে যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর: পারফরম্যান্স ক্ষেত্রে ফোনটি Dimensity 6300 প্রসেসরে কাজ করে।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো টি3 লাইট ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং একটি 2MP সেকেন্ডারি ক্যামেরা পাওয়া যাবে। সেলফি তোলার জন্য ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার দিতে ফোনে 5000mAh এর ব্যাটারি দেওয়া। ফোনটি 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

আরও পড়ুন: Jio গ্রাহকদের জন্য সুখবর, 200 টাকা কম দামে মিলবে হাই-স্পিড 5G ডেটা সাথে কলিং-SMS

]]>
OnePlus, Samsung এর চিন্তা বাড়াতে 10 ডিসেম্বর ভারতে আসছে বাজেট প্রাইসে Moto G35 5G, লঞ্চের আগেই প্রকাশ্যে ফিচার https://www.digit.in/bn/news/mobile-phones/moto-g35-5g-to-launch-on-december-10-in-india-features-revealed.html https://www.digit.in/bn/news/mobile-phones/moto-g35-5g-to-launch-on-december-10-in-india-features-revealed.html Wed, 04 Dec 2024 17:19:00 +0530

মোটোরোলা তার বাজেট-ফ্রেন্ডলি Moto G35 5G স্মার্টফোন ভারতে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি গ্লোবাল মার্কেটে মোটো জি35 5জি চালু করার পর 10 ডিসেম্বর ভারতে আসছে এই ফোন। আপকামিং ফোনটি Flipkart সাইটে টিজ করা হয়েছে। ফ্লিপকার্ট সাইট অনুযায়ী, ভারতীয় ভার্সনেও একই স্পেসিফিকেশন দেওয়া হবে। আসুন জেনে নেওয়া যাক মোটো জি35 5জি ফোনে বিষয় সমস্ত কিছু।

Moto G35 5G ভারতে কবে হবে লঞ্চ

অনলাইন সাইট ফ্লিপকার্টে আপকামিং ফোনের ডেডিকেটেড পেজ তৈরি করা হয়েছে। ভারতে মোটো জি35 5জি ফোনটি 10 ডিসেম্বর লঞ্চ হবে। এখানে ফোনের লঞ্চ তারিখের সাথে স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: Jio গ্রাহকদের জন্য সুখবর, 200 টাকা কম দামে মিলবে হাই-স্পিড 5G ডেটা সাথে কলিং-SMS

মোটো জি35 5জি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী থাকবে

ডিসপ্লে: ফ্লিপকার্ট সাইটে থেকে জানা গেছে যে মোটো জি35 5জি স্মার্টফোনে 6.7-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া। এতে 1000 পিক ব্রাইটনেস থাকবে যা Vision Booster, 60Hz-120Hz ভেরিয়েবল রিফ্রেশ রেট এবং কর্নিং গরিল্লা গ্লাস 3 লেয়ার প্রোটেকশন সাপোর্ট থাকবে।

Upcoming-Moto-G35-5G-in-India.png

প্রসেসর: মোটোরোলার এই ফোনে Unisoc T760 চিপসেট দেওয়া হবে। এর সাথে 4GB RAM এবং 128GB স্টোরেজ পেয়ার করা হবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য মোটো জি35 ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে যা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এই ফোনে 8MP আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স থাকবে। ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে এতে।

ব্যাটারি: পাওয়ার দিতে মোটো জি35 5জি ফোনে 5000mAh ব্যাটারি থাকবে। এই ফোন 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন: শীতের মরসুমে সস্তায় Geyser কেনার সুযোগ, 5000 টাকার কম দামে দেখে নিন সেরা 5টি ওয়াটার গিজার

]]>
শীতের মরসুমে সস্তায় Geyser কেনার সুযোগ, 5000 টাকার কম দামে দেখে নিন সেরা 5টি ওয়াটার গিজার https://www.digit.in/bn/news/general/buy-best-3l-instant-water-heater-geyser-under-rs-5000-on-amazon-deals.html https://www.digit.in/bn/news/general/buy-best-3l-instant-water-heater-geyser-under-rs-5000-on-amazon-deals.html Wed, 04 Dec 2024 16:19:00 +0530

Best Geyser under Rs 5000: শীতের মরশুমে বাড়ির জন্য নতুন Geyser কিনবেন ভাবছেন? আগামী দিনে শীত বাড়ার পাশাপাশী গিজার এর চাহিদা বেড়ে যাবে। সাথে এগুলির হয় যাবে দামি। আপনি যদি 5000 টাকার কম দামে একটি ভাল গিজার কিনতে চান, তবে এখানে আমরা কিছু দুর্দান্ত বিকল্প নিয়ে হাজির হয়েছি। এগুলি সেরা ফিচার, কোয়ালিটির পাশাপাশি, বিল কম বাড়ায়। শীতের সময় গরম জলের ব্যবহার বেড়ে যায়।

Amazon Basics Electric Instantaneous 3L Water Geyser

আরও পড়ুন: Jio গ্রাহকদের জন্য সুখবর, 200 টাকা কম দামে মিলবে হাই-স্পিড 5G ডেটা সাথে কলিং-SMS

Bajaj Flora 3L Instant Water Heater

Best Geyser under Rs 5000

Crompton Rapid Jet 3L Instant Water Heater

Racold Pronto Neo 3L Instant Water Heater

Havells Instanio 3L Instant Water Geyser

আরও পড়ুন: iQOO 13 vs Realme GT 7 Pro: স্ন্যাপড্রাগন 8 এলিট সহ দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনে প্রতিযোগিতা, দাম এবং স্পেসিফিকেশনে কে এগিয়ে

]]>
Jio গ্রাহকদের জন্য সুখবর, 200 টাকা কম দামে মিলবে হাই-স্পিড 5G ডেটা সাথে কলিং-SMS https://www.digit.in/bn/news/telecom/cheapest-jio-5g-prepaid-recharge-plans-under-200-offer-unlimited-5g-data-calling.html https://www.digit.in/bn/news/telecom/cheapest-jio-5g-prepaid-recharge-plans-under-200-offer-unlimited-5g-data-calling.html Wed, 04 Dec 2024 14:47:00 +0530

Reliance Jio দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি। জিওর কাছে গ্রাহকদের চাহিদা অনুযায়ী একাধিক প্রিপেইড রিচার্জ প্ল্যান রয়েছে। জিওর কাছে 4G এবং 5G দুটি নেটওয়ার্কের গ্রাহক রয়েছে। আপনি যদি জিও সিম ব্যবহার করেন এবং আপনি 200 টাকার কম দামের রিচার্জ প্ল্যান খুঁজছেন তবে এই খবর আপনার কাজে আসবে।

মনে করিয়ে দি যে জিও জুলাই মাসে তার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। দাম বাড়ার কারণে অনের জিও গ্রাহকরা তাদের সিম BSNL নেটওয়ার্কে পোর্ট করিয়ে নিয়েছে। আপনি যদি কম খরচে জিও প্ল্যান চাইছেন তবে 200 টাকার কম দামের রিচার্জের লিস্ট দেখে নিতে পারেন।

আরও পড়ুন: iQOO 13 vs Realme GT 7 Pro: স্ন্যাপড্রাগন 8 এলিট সহ দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনে প্রতিযোগিতা, দাম এবং স্পেসিফিকেশনে কে এগিয়ে

200 টাকার Jio Recharge Plans List

189 টাকার Jio রিচার্জ প্ল্যান

Cheapest Jio 5G prepaid recharge plans

জিওর 189 টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা 28 দিনের ভ্যালিডিটি পাবেন। এতে কোম্পানি 2GB ডেটা অফার করে। সাথে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা। শুধু তাই নয়, 300 SMS এর সুবিধাও পাওয়া যাবে এই রিচার্জে। বলে দি যে এটি জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড এর সাবস্ক্রিপশন সহ আসে। জিওর এই প্ল্যানটি Value ক্যাটাগরিতে লিস্ট করা।

198 টাকার জিও রিচার্জ প্ল্যান

রিলায়েন্স জিওর আনলিমিটেড 5G ডেটা সুবিধা 198 টাকার রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে। আপনি 198 টাকায় 14 দিনের ভ্যালিডিটি পাবেন। এতে প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যাবে, যা পুরো ভ্যালিডিটিতে মোট 28 জিবি ডেটা হবে।

199 টাকার জিও রিচার্জ প্ল্যান

200 টাকার কম খরছে জিওর কাছে 199 টাকারও প্ল্যান রয়েছে। এই রিচার্জ প্ল্যানে জিও গ্রাহকরা মোট 18 দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানে 18 দিনের জন্য আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 1.5GB ডেটা দেওয়া হয়। এছাড়া থাকছে প্রতিদিন 100 SMS এর সুবিধা। গ্রাহকরা জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড এর ফ্রি সাবস্ক্রিপশনও পাবেন।

আরও পড়ুন: BSNL এর এই রিচার্জ প্ল্যানের আগে সবাই ফেল, সস্তায় 600 জিবি ডেটা সহ 365 দিন পর্যন্ত মিলবে আনলিমিটেড সুবিধা

]]>
iQOO 13 vs Realme GT 7 Pro: স্ন্যাপড্রাগন 8 এলিট সহ দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনে প্রতিযোগিতা, দাম এবং স্পেসিফিকেশনে কে এগিয়ে https://www.digit.in/bn/news/mobile-phones/iqoo-13-vs-realme-gt-7-pro-snapdragon-8-elite-flagship-smartphones-comparison-which-is-best.html https://www.digit.in/bn/news/mobile-phones/iqoo-13-vs-realme-gt-7-pro-snapdragon-8-elite-flagship-smartphones-comparison-which-is-best.html Wed, 04 Dec 2024 12:48:00 +0530

iQOO 13 ভারতীয় বাজারে 3 ডিসেম্বর লঞ্চ হয়েছে। ভারতের এটি দ্বিতীয় এমন স্মার্টফোন যা কোয়ালকম এর Snapdragon 8 Elite প্রসেসর সহ আসে। প্রথম স্মার্টফোন লঞ্চ হয়েছে Realme GT 7 Pro। পাওয়ারফুল প্রসেসর সহ দুটি ফোন ফ্ল্যাগশিপ সেগামেন্টে আসে। এখানে আমরা আইকিউ 13 এবং রিয়েলমি জিটি 7 প্রো এর মধ্যে তুলনা করবো। আসুন আইকিউ 13 এবং রিয়েলমি জিটি 7 প্রো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানাবো।

iQOO 13 vs Realme GT 7 Pro ফোনের ভারতে দাম কত

আইকিউ 13 ফোনের 12GB+256GB স্টোরেজ মডেলের দাম 54,999 টাকা এবং 16GB+512GB স্টোরেজের দাম 55,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি লিজেন্ড (সাদা) এবং নার্ডো গ্রে কালার অপশনে আসে।

আরও পড়ুন: BSNL এর এই রিচার্জ প্ল্যানের আগে সবাই ফেল, সস্তায় 600 জিবি ডেটা সহ 365 দিন পর্যন্ত মিলবে আনলিমিটেড সুবিধা

নতুন রিয়েলমি জিটি 7 প্রো ফোনের 12GB+256GB স্টোরেজের দাম 59,999 টাকা এবং 16GB+512GB মডেলের দাম 65,999 টাকা। এই স্মার্টফোন মার্স অরেঞ্জ এবং গ্যালাক্সি গ্রে রঙে কেনা যাবে।

iQOO-13-5G

আইকিউ 13 বনাম রিয়েলমি জিটি 7 প্রো ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে

লেটেস্ট আইকিউ 13 ফোনে 6.82-ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 3168×1440 রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। রিয়েলমি জিটি 7 প্রো ফোনে 6.78-ইঞ্চির 8T LTPO OLED প্লাস ডিসপ্লে রয়েছে। এতে 2780×1264 পিক্সেল রেজোলিউশন, 6000 নিটস পিক ব্রাইটনেস দেওয়া।

প্রসেসর

পারফরম্যান্সের ক্ষেত্রে আইকিউ 13 ফোনে অক্টা-কোর কোয়ালকম Snapdragon 8 Elite প্রসেসর সহ সুপারকম্পিউটিং চিপ Q2 দেওয়া হয়েছে। পাশাপাশি, রিয়েলমি জিটি 7 প্রো ফোনটি অক্টা-কোর কোয়ালকম Snapdragon 8 Elite 3nm প্রসেসর সহ 1100MHz এড্রেনো 830 GPU তে কাজ করে।

realme gt 7 pro with 6500 mah battery and snapdragon processor

RAM এবং স্টোরেজ

মেমোরি হিসেবে আইকিউ 13 ফোনে 12GBRAM/16GB RAM এবং 256GB/512GB স্টোরেজ দেওয়া হয়েছে। অন্যদিকে, রিয়েলমি জিটি 7 প্রো ফোনে 12GB RAM/16GB LPDDR5X RAM এবং 256GB/512GB UFS 4.0 ইনবিল্ট স্টোরেজের সাথে পেয়ার করা।

ক্যামেরা সেটআপ

আইকিউ 13 ফোনের রিয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 50MP টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্টে রয়েছে 32MP সেলফি ক্যামেরা। পাশাপাশি, রিয়েলমি জিটি 7 প্রো ফোনে 50MP মেইন ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 120x হাইব্রিড জুম সহ 50MP লেন্সের 3x পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি

পাওয়ার দিতে আইকিউ 13 ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া যা 120W ফাস্ট চার্জিং এবং 100W ফাস্ট WPD/PPS চার্জিংয়ের সাপোর্ট করে। পাশাপাশি, রিয়েলমি জিটি 7 প্রো ফোনে 5800mAh ব্যাটারি পাওয়া যাবে যা 120W ফাস্ট চার্জিং ফিচার সহ আসে।

অপারেটিং সিস্টাম

নতুন আইকিউ 13 ফোনটি Android 15 ভিত্তিক Funtouch 15 অপারেটিং সিস্টামে কাজ করে। এছাড়া রিয়েলমি জিটি 7 প্রো ফোনটি Android 15 ভিত্তিক রিয়েলমি UI 6.0 অপারেটিং সিস্টামে চলে।

আরও পড়ুন: iQOO 13 লঞ্চের সাথেই দাম কমল iQOO 12 5G ফোনের, হল 10 হাজার টাকা সস্তা

]]>
BSNL এর এই রিচার্জ প্ল্যানের আগে সবাই ফেল, সস্তায় 600 জিবি ডেটা সহ 365 দিন পর্যন্ত মিলবে আনলিমিটেড সুবিধা https://www.digit.in/bn/news/telecom/bsnl-365-days-validity-recharge-plan-offer-600gb-data-unlimited-calling-and-benefits.html https://www.digit.in/bn/news/telecom/bsnl-365-days-validity-recharge-plan-offer-600gb-data-unlimited-calling-and-benefits.html Wed, 04 Dec 2024 11:10:00 +0530

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর কাছে 365 দিন বা তার চেয়ে বেশি ভ্যালিডিটি সহ একাধিক সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে। এই রিচার্জ প্ল্যানে প্রাইভেট কোম্পানি Jio-Airtel এবং Vodafone Idea এর তুলনায় বেশি সুবিধা পাওায় যায় কম খরচে। সরকারী টেলিকম কোম্পানি তার সস্তা রিচার্জ প্ল্যানে গ্রাহকদের একগুচ্ছ সুবিধা অফার করছে। বিএসএনএল এর কাছে এমনই একটি 365 দিনের সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে, যেখানে গ্রাহকরা 600 জিবি হাই-ডেটা পুরো এক বছরের জন্য পাওয়া যাবে।

BSNL এর 365 দিনের রিচার্জ প্ল্যান

আরও পড়ুন: Airtel এর 100 টাকার কম দামের রিচার্জ প্ল্যানে কুপোকাত BSNL-Jio, নিশ্চিন্তে ব্যবহার করুন আনলিমিটেড ডেটা

বিএসএনএল এর 1999 টাকার প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে

  • ডেটা: 600GB
  • কলিং: যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা
  • এসএমএস: 100 SMS প্রতিদিন
  • ভ্যালিডিটি: 365 দিনের ভ্যালিডিটি
bsnl yearly plan cost just 1999

সরকারী টেলিকম কোম্পানি 1999 টাকার রিচার্জ প্ল্যানে একগুচ্ছ সুবিধা অফার করছে। গ্রাহকরা এতে আনলিমিটেড ভয়েস কলিং পাবেন। এর সাথে 600 জিবি হাই-স্পিড ডেটা থাকবে। ডেটা লিমিট শেষ হওয়ার পর ডেটা স্পিড কমে 40kbps হয় যাবে।

এছাড়া গ্রাহকরা পুরো ভ্যালিডিটিতে পাবেন প্রতিদিন 100 SMS এর সুবিধা। যেমন কি আমরা আগেই জানিয়েছি যে এই রিচার্জ প্ল্যানে 365 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়।

অতিরিক্ত সুবিধা হিসেবে এতে Hardy Games+Challenger Arena Games+Gameon Astrotell+Gameium+Lystn Podocast+Zing Music +BSNL Tunes for 365 days + WOW Entertainment পাওয়া যাবে।

BSNL 4G সার্ভিস হচ্ছে শুরু

বিএসএনএল সারা ভারতে দ্রুত 4জি নেটওয়ার্ক চালু করতে চলেছে। কোম্পানি 50 হাজারের বেশি নতুন 4জি মোবাইল টাওয়ার সারা দেশে লাগিয়েছে। শুধু তাই নয়, কোম্পানি আগামী বছর জুন পর্যন্ত দেশের সমস্ত সার্কেলে 4জি পরিষেবা শুরু করে দেবে।

আরও পড়ুন: iQOO 13 লঞ্চের সাথেই দাম কমল iQOO 12 5G ফোনের, হল 10 হাজার টাকা সস্তা

]]>
iQOO 13 লঞ্চের সাথেই দাম কমল iQOO 12 5G ফোনের, হল 10 হাজার টাকা সস্তা https://www.digit.in/bn/news/mobile-phones/iqoo-12-5g-get-massive-discount-after-iqoo-13-india-launch.html https://www.digit.in/bn/news/mobile-phones/iqoo-12-5g-get-massive-discount-after-iqoo-13-india-launch.html Wed, 04 Dec 2024 08:00:00 +0530

আইকিউ কোম্পানি গতকাল 3 ডিসেম্বর ভারতে iQOO 13 লঞ্চ করে দিয়েছে। তবে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আসার সাথেই কোম্পানি তার গত বছরের iQOO 12 ফোনের দাম কমিয়ে দিয়েছে। স্মার্টফোনের সাথে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ ডিলও দেওয়া হচ্ছে। বলে দি যে আইকিউ 12 ফোনটি কোয়ালকম Snapdragon 8 Gen 3 চিপসেটে কাজ করে। আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় আইকিউ 12 ফোনটি কেনা যাবে।

iQOO 12 5G ফোনে কত টাকা ছাড় পাওয়া যাচ্ছে

আইকিউ 12 ফোনের 12GB RAM+256GB স্টোরেজ মডেলের আসল দাম 59,999 টাকা ছিল। তবে অনলাইনে এই ফোনটি কোম্পানি সাইট এবং Amazon সাইটে কম টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: 200MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সহ ভারতে এই দিন লঞ্চ হবে Vivo X200 সিরিজ, জানুন আর কী থাকবে বিশেষ

Amazon সাইটে এই ফোনটি 7000 টাকা সস্তায় বিক্রি করা হচ্ছে। এছাড়া ফোনের উপর ব্যাঙ্ক অফারও পাওয়া যাবে। গ্রাহকরা ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 3000 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন।

iQOO 12 Price drop

ফোনের দুটি ডিসকাউন্ট মিলিয়ে আইকিউ 12 ফোনটি মাত্র 49,999 টাকায় কেনা যাবে। পাশাপাশি, ফোনের 16GB RAM+512GB স্টোরেজ মডেলটি 57,999 টাকায় লিস্ট করা। যার উপর আরও ব্যাঙ্ক অফার থাকছে।

এখানে শেষ নয়, অ্যামাজন এই ফোনে 36,700 টাকার এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। পাশাপাশি, কোম্পানির সাইটে ফোনটি 50,000 টাকার এক্সচেঞ্জ অফার করা হচ্ছে।

আইকিউ 12 ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: আইকিউ 12 ফোনে 6.78-ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট, 3000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে এই ফোনটি কোয়ালকম Snapdragon 8 Gen 3 চিপসেটে কাজ করে। এতে এড্রেনো 750 পেয়ার করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য আইকিউ 12 ফোনের রিয়ারে OIS সাপোর্ট সহ 50MP ওমনিভিশন প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 3x অপটিকাল জুম এবং 100x ডিজিটাল জুম সহ 64MP টেলিফটো লেন্স পাওয়া যাবে। সেলফি তোলার জন্য এতে 16MP লেন্স দেওয়া।

ব্যাটারি: পাওয়ার দিতে আইকিউ 12 ফোনে 5000mAh ব্যাটারি এবং 120W ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: শক্তিশালী গেমিং ফোন iQOO 13 ভারতে লঞ্চ, রয়েছে 32GB RAM সহ তিনটি 50MP ক্যামেরা, জানুন দাম কত

]]>
200MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সহ ভারতে এই দিন লঞ্চ হবে Vivo X200 সিরিজ, জানুন আর কী থাকবে বিশেষ https://www.digit.in/bn/news/mobile-phones/vivo-x200-series-smartphones-launch-date-in-india-on-12-december.html https://www.digit.in/bn/news/mobile-phones/vivo-x200-series-smartphones-launch-date-in-india-on-12-december.html Tue, 03 Dec 2024 17:30:00 +0530

Vivo X200 Series শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। কোম্পানি Flipkart সাইটে পোস্টার থেকে আপকামিং ভিভো এক্স200 সিরিজের ভারতীয় লঞ্চ তারিখ প্রকাশ করেছে। ভিভো এক্স200 সিরিজের ফোন ভারতে 12 ডিসেম্বর 2024 লঞ্চ করা হবে। ভারতে লঞ্চ হওয়ার আগে এই ফোনটি চীনে বাজারে চালু করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক ফোনে কী থাকবে বিশেষ।

Vivo X200 Series ফোনের ভারতে সেল তারিখ কবে

টিপস্টার অভিষেক যাদব দাবি করেছে যে ভিভো এক্স200 সিরিজের স্মার্টফোনের প্রথম সেল 19 ডিসেম্বর করা হবে।

আরও পড়ুন: শক্তিশালী গেমিং ফোন iQOO 13 ভারতে লঞ্চ, রয়েছে 32GB RAM সহ তিনটি 50MP ক্যামেরা, জানুন দাম কত

ভারতে কত দাম হবে ভিভো এক্স200 সিরিজ স্মার্টফোনের দাম

খবর অনুযায়ী, ভিভো এক্স200 সিরিজে দুটি স্মার্টফোন আনা হবে। এতে ভিভো এক্স200 এবং ভিভো এক্স200 প্রো ফোন হবে। এতে ভিভো এক্স প্রো ফোনের দাম 90,000 টাকার কম হবে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি, ভিভো এক্স200 ফোনটি 70,000 টাকার কম দামে আসবে।

ভিভো এক্স200 সিরিজের স্মার্টফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী হবে

আপকামিং ভিভো সিরিজের আওতায় তিনটি ফোনটি ভিভো এক্স200, এক্স200 প্রো এবং এক্স200 প্রো মিনি থাকতে পারে। তবে কোম্পানি এখনও নিশ্চিত করেনি যে প্রো মিনি মডেলটি ভারতে লঞ্চ করবে কিনা।

স্পেসিফিকেশনের কথা বললে, ভিভো এক্স200 সিরিজ গ্লোবাল মার্কেটে আগেই লঞ্চ হয়ে গেছে। এই কারণে ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার আগেই জানা আছে।

ডিসপ্লে: ভিভো এক্স200 ফোনে 6.67-ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট সহ আসবে। এছাড়া প্রো মডেলে 6.78-ইঞ্চি ডিসপ্লে থাকবে যা ডায়নামিক রিফ্রেশ রেট 0.1Hz এবং 120Hz সাপোর্ট করবে।

Vivo X200 Series Launch Teased

প্রসেসর: ভিভো এক্স200 সিরিজের ফোন MediaTek Dimensity 9400 ফ্ল্যাগশিপ চিপসেট সহ আনা হবে।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো এক্স200 প্রো ফোনে 50MP Sony LYT-818 প্রাইমারি লেন্স দেওয়া হবে যা OIS সহ আসবে। ফোনে আরকেটি সেন্সর 50MP আল্ট্রা ওয়াইড থাকবে। এছাড়া ফোনে 200MP Zeiss APO টেলিফটো লেন্স দেওয়া হবে।

পাশাপাশি, এক্স200 ফোনে 50MP Sony IMX921 প্রাইমারি লেন্স, এর সাথে ফোনে 50MP আল্ট্রা ওয়াইড এবং 50MP Sony IMX882 টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। দুটি ফোনে 32MP সেলফি ক্যামেরা থাকবে।

ব্যাটারি: ভিভো এক্স200 স্মার্টফোনে 5800mAh ব্যাটারি দেওয়া। এর সাথে ভিভো এক্স200 প্রো ফোনে 6000mAh ব্যাটারি থাকবে। দুটি ফোন 90W ওয়্যারড চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন:

]]>
শক্তিশালী গেমিং ফোন iQOO 13 ভারতে লঞ্চ, রয়েছে 32GB RAM সহ তিনটি 50MP ক্যামেরা, জানুন দাম কত https://www.digit.in/bn/news/mobile-phones/iqoo-13-launched-in-india-with-snapdragon-8-elite-chip.html https://www.digit.in/bn/news/mobile-phones/iqoo-13-launched-in-india-with-snapdragon-8-elite-chip.html Tue, 03 Dec 2024 13:53:00 +0530

iQOO 13 ভারতে লঞ্চ হয় গেছে। শক্তিশালী চিপসেট Snapdragon 8 Elite সহ আসা আইকিউ 13 ফোনে 16 জিবি RAM অফার করা হয়েছে। গেমিং এবং পারফরম্যান্সের ক্ষেত্রে এই ফোনটি সেরা বিকল্প হতে পারে। এটি ভারতে দ্বিতীয় স্মার্টফোন যা স্ন্যাপড্রাগন 8 এলিট সহ আনা হয়েছে। এর আগে Realme GT 7 Pro ফোনটি ভারতে একই প্রসেসর সহ লঞ্চ হয়েছে। আসুন জেনে নেওয়া যাক আইকিউ 13 ফোনের ভারতে দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

iQOO 13 ফোনের ভারতে দাম কত

  • 12GB+256GB স্টোরেজ মডেলের দাম 54,999 টাকা
  • 16GB+512GB স্টোরেজ মডেলের দাম 59,999 টাকা

আইকিউ 13 ফোনটি ভারতে দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। প্রথম ভ্যারিয়্যান্টে 12GB+256GB মডেল আসে যার দাম 54,999 টাকা রাখা হয়েছে। পাশাপাশি, 16GB+512GB মডেলটি 59,999 টাকায় আনা হয়েছে।

আরও পড়ুন: Airtel এর 100 টাকার কম দামের রিচার্জ প্ল্যানে কুপোকাত BSNL-Jio, নিশ্চিন্তে ব্যবহার করুন আনলিমিটেড ডেটা

iqoo 13 5G price in india.

তবে অফারের আওতায় এই ফোনের 12 জিবি RAM মডেলটি 51,999 টাকায় কেনা যাবে। এছাড়া 16 জিবি RAM মডেলটি 56,999 টাকায় বিক্রি হবে। ফোনটি দুটি কালার অপশনে কেনা যাবে - Legend and Nardo Grey।

কোম্পানি আইকিউ 13 ফোনের প্রি-বুকিং 5 ডিসেম্বর দুপুর 12টা থেকে শুরু করবে। এছাড়া ফোনের প্রথম বিক্রি ভিভো এক্সক্লুসিভ স্টোর, আইকিউ ই-স্টোর এবং Amazon সাইট থেকে 11 ডিসেম্বর থেকে করা হবে।

আইকিউ 13 ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: আইকিউ 13 ফোনটি 6.82-ইঞ্চির পঞ্চহোল স্ক্রিন সহ আনা হয়েছে। কোম্পানির দাবি যে এটি বিশ্বের প্রথম স্মার্টফোন যেতে Q10 2k 144Hz Ultra EyeCare Display পাওয়া যাবে। এতে 8T LTPO স্ক্রিন দেওয়া যা 144Hz রিফ্রেশ রেট, 1800 নিট পিক ব্রাইটনেসে কাজ করে।

iQOO 13 specs and price in india

প্রসেসর: আইকিউ 13 সবচেয়ে নতুন এবং এডভান্স অপারেটিং সিস্টাম Android 15 সহ আনা হয়েছে। এটি কোয়ালকম এর সবচেয়ে শক্তিশালী প্রসেসর স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেটে কাজ করবে।

RAM এবং স্টোরেজ: আইকিউ 13 ফোনটি ভারতে 12GB RAM এবং 16GB সহ লঞ্চ হয়েছে। এতে এক্সটেন্ডেড RAM ফিচার দেওয়া যা 12 জিবি ফিজিকাল RAM সহ এক্সট্রা 12 জিবি ভার্চুয়াল RAM এর সাথে পেয়ার করে 24 জিবি RAM অফার করে। একই ভাবে 16 জিবি সহ 16 জিবি ভার্চুয়াল RAM মিলিয়ে 32 জিবি RAM পাওয়া যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে আইকিউ 13 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। তিনটি সেন্সর 50MP লেন্স সহ আসে। এতে 50MP Sony IMX921 OIS মেইন সেন্সর, 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং 50MP টেলিফটো লেন্স দেওয়া। ফ্রন্টে 32MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি: পাওয়ার দিতে আইকিউ 13 ফোনে 6150mAh ব্যাটারি অফার করা হয়েছে। এটি সিলিকন এনোড প্রযুক্তিতে তৈরি করা। বড় ব্যাটারিকে চার্জ করতে এতে 120W এর ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট দেওয়া।

]]>